Allu Arjun: 'আপনার ছবি চলতে দেব না রাজ্যে', এবার রাজনৈতিক হুমকির মুখে অল্লু অর্জুন

অভিনেতা অল্লু অর্জুনকে এবার সরাসরি রাজনৈতিক হুমকির মুখে পড়তে হল। তেলাঙ্গানার এক কংগ্রেস নেতা তেলুগু মেগাস্টারকে সতর্ক করে বললেন, 'আপনি যদি এমন আচরণ চালিয়ে যান তাহলে তেলাঙ্গানায় আপনার ছবি চলতে দেব না'।

Allu Arjun (Photo Credits: ANI)

হায়দরাবাদ, ২৪ ডিসেম্বরঃ 'পুষ্পা ২: দ্য রুল'-এর (Pushpa 2: The Rule) প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলা মৃত্যুর ঘটনা ঘিরে ক্রমশ অস্বস্তি বাড়ছে অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun)। সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে সমানতালে। অভিনেতা অল্লু অর্জুনকে এবার সরাসরি রাজনৈতিক হুমকির মুখে পড়তে হল। তেলাঙ্গানার এক কংগ্রেস নেতা তেলুগু মেগাস্টারকে সতর্ক করে বললেন, 'আপনি যদি এমন আচরণ চালিয়ে যান তাহলে তেলাঙ্গানায় আপনার ছবি চলতে দেব না'।

৪ ডিসেম্বর পুষ্পা ২-র প্রিমিয়ারে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) এসেছিলেন অল্লু। স্বাভাবিকভাবেই অভিনেতাকে দেখার জন্যে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায়। সেই ভিড়েই পদপিষ্ট হয়ে নিহত হন এক মহিলা। আহত হন তাঁর ন'বছরের ছেলে। এই ঘটনায় জেরে হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করেছিল অল্লু অর্জুনকে (Allu Arjun Arrested)। অন্তর্বর্তী জামিনে মুক্তি মেলে তারকার। জেলযাত্রার কয়েকদিন পরেই একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলে অভিনেতা। সেখানেই অল্লু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, সমাজমাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। যার ফলে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে। অভিনেতার এই সাংবাদিক বৈঠকই রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুনঃ আরও বাড়ল অল্লুর অস্বস্তি, পুষ্পা ২-তে পুলিশকে অপমানের অভিযোগ তুলে থানার দারস্ত কংগ্রেস নেতা

রাজনৈতিক হুমকির মুখে অল্লু...

সাংবাদিক বৈঠকে নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অল্লু অস্বীকার করায় চটেছেন  কংগ্রেস বিধায়ক ভূপতি রেড্ডি। হুমকির সুরে বললেন, 'আমরা আপনাকে সতর্ক করছি। আপনি যদি এই আচরণ চালিয়ে যান তাহলে এই রাজ্যে আপনার সিনেমা চলতে দেব না। যদি তুমি নিজের কাজ চালিয়ে যেতে চাও তাহলে তা সঠিক ভাবে করো। তা না হলে অন্ধ্রপ্রদেশ চলে যাও'।

অভিনেতার বিরুদ্ধে বিধায়কের অভিযোগ, পুলিশের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে অল্লু সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। বিধায়ক বলেন, 'তুমি নিজের কাজ করে জীবনধারণ করছ। কিন্তু তেলাঙ্গানার প্রতি তোমার কী অবদান রয়েছে?' একই সঙ্গে পুষ্পা ২-র সমালোচনাও করেছেন কংগ্রেস বিধায়ক। তিনি বলেন, অল্লু অর্জুনের ছবি যা চোরাকারবারীদের উৎসাহিত দেয় এমন চলচ্চিত্র নিন্দনীয়।