Gurucharan Singh: ছেলের অর্থনৈতিক সঙ্কট জানতেই পারেননি, বললেন নিখোঁজ গুরুচরণ সিংয়ের বাবা

যদি পুলিশ এ বিষয়ে কিছু খুঁজে পায়, তাহলে তারা তাঁকে জানাবেন বলে আশা প্রকাশ করেন হরজিৎ সিং। তাঁর বয়স হচ্ছে। তাই এই চাপ তিনি আর নিতে পারছেন না বলে মন্তব্য করেন তারক মেহতা কা উলটা চশমার পর্দার সোডি।

Gurucharan Singh And His Father (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ মে:  অভিনেতা গুরুচরণ সিংয়ের (Gurucharan Singh) বাবা বললেন, ছেলের যে অর্থনৈতিক সঙ্কট চলছে, সে বিষয়ে তিনি কিছু জানতেন না। গুরুচরণ সিংয়ের বাবা হরজিৎ জানান, তাঁর ছেলে কখনও এ বিষয়ে তাঁকে কিছু বলেননি। ফলে এ বিষয়ে তাঁর সবকিছু অজানা বলে জানান অভিনেতার বাবা। যদি পুলিশ এ বিষয়ে কিছু খুঁজে পায়, তাহলে তারা তাঁকে জানাবেন বলে আশা প্রকাশ করেন হরজিৎ সিং। তাঁর বয়স হচ্ছে। তাই এই চাপ তিনি আর নিতে পারছেন না বলে মন্তব্য করেন তারক মেহতা কা উলটা চশমার পর্দার সোডি।

আরও পড়ুন:  Gurucharan Singh Missing: TMKOC অভিনেতার বিয়ের কথা চলছিল, তার মাঝে আর্থিক টানাপোড়েনের জেরে নিখোঁজ গুরুচরণ সিং?

সম্প্রতি দিল্লি থেকে মুম্বইতে যাওয়ার সময় বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যান গুরুচরণ সিং। মুম্বইয়ের বাড়িতে ছেলের খোঁজ না পেয়ে পরিবার পুলিশের দ্বারস্থ হয়। বিমানবন্দর থেকে গুরুচরণ সিং কোথায় গেলেন, সে বিষয়ে পুলিশ জোর কদমে খোঁজ শুরু করলেও, এখনও পর্যন্ত অভিনেতার কোনও খোঁজ মেলেনি।



@endif