Richa on Kumbh Mela : কোভিড বিধি শিকেয়, মহাকুম্ভের শাহি স্নানকে কটাক্ষ রিচার

শাহি স্নানকে কটাক্ষ রিচার

মুম্বই, ১২ এপ্রিল: মহাকুম্ভের দ্বিতীয় শাহি স্নান নিয়ে কটাক্ষ করলেন রিচা চাড্ডা। হরিদ্বারের হর কি পৌরি ঘাটে শাহি স্নান উপলক্ষ্যে যে হারে মানুষ একত্রিত হয়েছেন, তাতে করোনার প্রকোপ বাড়বে বৈ কমবে না। শাহি স্নানের (Sahi Snan) জেরে করোনা দ্রুতি গতিতে ছড়িয়ে পড়বে বলে কটাক্ষ করেন রিচা।

কুম্ভমেলা উপলক্ষ্যে  বলিউড অভিনেত্রীর ওই ট্যুইট সামনে আসার পর তাঁকে পালটা কটাক্ষ করেন জনৈক নেট নাগরিক। কুম্ভ মেলার পরিবর্তে এমন জনসমাগম যদি রমজানে হত, তাহলে কি রিচা (Richa Chadha) এই ধরনের মন্তব্য করতে পারতেন বলে প্রশ্ন তোলেন ওই নেট নাগরিক। যদিও নেট পাড়ার নাগরিকের কটাক্ষের মুখে পড়ে, এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন :  Akshay Kumar: কেমন আছেন করোনা আক্রান্ত অক্ষয়? অভিনেতাকে নিয়ে কী জানালেন ট্যুইঙ্কেল খান্না

সোমবার সকাল থেকে কুম্ভ মেলার শাহি স্নান উপলক্ষ্যে হরিদ্বারের হর কি পৌরি ঘাটে সাধুরা এসে ভিড় জমাতে শুরু করেন। স্নান শুরুর আগে থেকেই জমতে শুরু করে ভিড়। সেই ভিড় দেখেই কটাক্ষ করেন রিচা। রবিবার রাতের ভিড়ের পর সোমবার প্রথমে নিরঞ্জন আখড়া এবং পরে জুনা আখড়ার সাধুরা হর কি পৌরি ঘাট থেকে জলে নেমে ডুব দিতে শুরু করেন।

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ যখন দেশ জুড়ে তুফান তুলছে, সেই সময় কোভিড বিধির তোয়াক্কা না করেই সাধুরা কীভাবে শাহি স্নান উপলক্ষ্যে সমবেত হচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুধু তাই নয়, মাস্ক না পরেই কীভাবে হরিদ্বারের ঘাটে জনসমাগম হচ্ছে,তা নিয়েও কটাক্ষ করেন অনেকে।