Super 30: ৪৫ ডিগ্রি-র গরমে পাপড় বিক্রির দৃশ্যে শ্যুট করতে গিয়ে কী হল হৃতিক রোশনের
Super 30, বিকাশ ভেইল পরিচালিত এই সিনেমা বলিউড সুপারস্টার হৃতিক রোশনের কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের গ্ল্য়ামারাস লুক ছেড়ে বেরিয়ে এসে আগামী মাসে রিলিজ হতে চলা এই সিনেমায় 'কহো না প্যায়ার হ্যায়' তারকা আনন্দ কুমার নামের এক বিশ্বখ্যাত গণিতজ্ঞবীদে-র চরিত্রে অভিনয় করবেন।
মুম্বই, ২৭ জুন: Super 30, বিকাশ ভেইল পরিচালিত এই সিনেমা বলিউড সুপারস্টার হৃতিক রোশনের কেরিয়ারে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নিজের গ্ল্য়ামারাস লুক ছেড়ে বেরিয়ে এসে আগামী মাসে রিলিজ হতে চলা এই সিনেমায় 'কহো না প্যায়ার হ্যায়' তারকা আনন্দ কুমার নামের এক বিশ্বখ্যাত গণিতজ্ঞবীদে-র চরিত্রে অভিনয় করবেন। আর এই চরিত্রে অভিনয়ের জন্য হৃতিককে বেশ কঠিন সব কাজ করতে হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে অঙ্ক শিখে চরিত্রের সঙ্গে ঢোকার চেষ্টা, তেমনই ৪৫ ডিগ্রির চড়া গরমে সূর্যের তাপ মাথায় নিয়ে শ্যুটিং।
মুম্বইয়ের এক দৈনিকে প্রকাশ, সুপার থার্টি নিয়ে হৃতিক এতটাই সিরিয়াস ছিলেন যে শ্যুটিং ফ্লোরে রীতিমত অঙ্ক নিয়ে ঘাঁটাঘাটি করতেন। পাশাপাশি চাইতেন সেরা দৃশ্য পাওয়ার জন্য একেবারে চড়া রোদে শ্য়ুট করতে। সাদি নাদিওয়ালা প্রযোজিত এই সিনেমার এক দৃশ্যে হৃতিককে পাঁপড় বিক্রি করতে দেখা যাবে। আরও পড়ুন-গড়িয়াহাটে হাইপ্রোফাইল মধুচক্রে হানা পুলিশের, আপত্তিকর অবস্থায় ধৃত ১০
সেই দৃশ্যের শ্যুট হয় রাজস্থানের তীব্র গরমে। টানা ৩০-৪০ মিনিট ধরে চলে শ্যুটিং। তাপমাত্রার পারদ তখন ৪৫ ডিগ্রি ছুঁয়েছে। কিন্তু এত গরমের মাঝেও সেরা ফুটেজ পাওয়ার জন্য একবারও বারবার শ্যুট করতে বাধা দেননি বলিউডের রোশন নায়ক। সেই শ্য়ুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে হৃতিক জানান, ''এত গরমে শ্যুট হয়েছিল যে আমাদের পুরো ইউনিটের প্রত্যেকের অবস্থা কাহিল হয়ে গিয়েছিল। তবু কেউ গরমের ভয়ে পিছিয়ে না এসে সেরাটা দেয়। পুরো ইউনিটের এই স্পিরিটাই আমায় সেরাটা দিতে সাহায্য করছে।''
গণিতজ্ঞবীদ আনন্দ কুমারের ছোটবেলা থেকে গোটা জীবনের সফরটা দেখানো হবে সুপার থার্টি নামের এই সিনেমাটিতে। হৃতিক রোশনকেই দেখা যাবে আনন্দ কুমারের ভূমিকায়। নিজের জ্ঞানের বিনিময়ে প্রাথমিকভাবে টাকা উপার্জন করতেন কিন্তু পরবর্তীকালে সেই রাস্তা বন্ধ করে গরীবদের জন্য নিজের জ্ঞাণ বিতরন করেন আনন্দ। হৃত্বিক রোশন ছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর, ননদীশ সিং, পঙ্কজ ত্রিপাঠীকে গুরুত্বপূর্ণ চরিত্রে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 'সুপার থার্টি'। কিন্তু নানা কারণে মুক্তি পিছিয়ে যায় এই সিনেমার। অবশেষে কঙ্গনা রানাওতের থেকে এগিয়ে আগামী ১২ জুলাই মুক্তি পাবে হৃত্বিকের 'সুপার থার্টি'। ক্যুইন সিনেমায় দুরন্ত পরিচালনার জন্য প্রশংসিত ও পুরস্কৃত হওয়ার পর বিকাশ ভেইলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। কঙ্গনা রানওয়াত সহ অনেকে বিকাশ ভেইলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। যদিও পরে তিনি এই অভিযোগ থেকে মুক্তি পান। বিকাশ ভেলের কাছেও সুপার থার্টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।