Subhashree Ganguly : করোনার গ্রাসে শুভশ্রী, ছোট্ট ছেলেকে সরিয়ে রেখে নিভৃতবাসে অভিনেত্রী

করোনায় আক্রান্ত শুভশ্রী

কলকাতা, ২০ এপ্রিল : করোনায় (Corona) আক্রান্ত অভিনেত্রী (Subhasharee Ganguly) শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান শুভশ্রী।

শুভশ্রী জানান, তিনি করোনায় আক্রান্ত তবে ভাল আছে ছোট্ট যুবান। যুবান আপাতত তার কেয়ারটেকারের কাছে রয়েছে। ছেলেকে দূরে সরিয়ে রেখেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন বলে জানান শুভশ্রী। পাশাপাশি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এই মুহূর্তে ব্যারাকপুরে রয়েছেন ভোটের কাজে। পরিবারের সুরক্ষার জন্যই নিভৃতবাসে থেকে চিকিৎসকের কথা মতো চলছেন বলে জানান অভিনেত্রী (Actor)।

আরও পড়ুন  : Kareena Kapoor Khan : বাড়ির ছাদে পুল, সইফের বিলাসিতার ছবি শেয়ার করিনার

 

 
 
 

View this post on Instagram

 
 
 

 

 

করোনা থেকে রক্ষা পেতে প্রত্যেকে যাতে মাস্ক পরে থাকেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, সেই আবেদন জানান টলিউডের (Tollywood) প্রথম সারির নায়িকা। করোনা আবার ফিরে এসেছে। তাই প্রত্যেকে সাবধানে থাকুন বলে আবেদন করেন রাজ-ঘরণী।