Sourav Ganguly: 'ক্রিকেটই মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে', বায়োপিক নিয়ে কী বললেন সৌরভ

সৌরভ বলেন, ক্রিকেটই তাঁর জীবন। চলার পথে ক্রিকেটই তাঁকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তাঁর জীবন এবং ক্রিকেটের যাত্রা বড় পর্দায় নিয়ে আসছে এবার লভ ফিল্মস। তার জন্য কৃতজ্ঞতা জানান সৌরভ।

Sourav Ganguly (Photo Credit: Sourav Ganguly/Instagram)

কলকাতা, ৯ সেপ্টেম্বর: সৌরভ গঙ্গোপাধ্যায়ের  (Sourav Ganguly) জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। লভ রঞ্জনের নির্দেশনায় বড় পর্দায় আসছে মহারাজের জীবন। যা নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ট্যুইট করেন।

সৌরভ বলেন, ক্রিকেটই তাঁর জীবন। চলার পথে ক্রিকেটই তাঁকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তাঁর জীবন এবং ক্রিকেটের যাত্রা বড় পর্দায় নিয়ে আসছে এবার লভ ফিল্মস। তার জন্য কৃতজ্ঞতা জানান সৌরভ।

 

বেশ কিছুদিন ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Biopic) নিয়ে জল্পনা শুরু হয়। তবে সৌরভের বায়োপিকে কে অভিনয় করেবন, তা নিয়ে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন:  Taliban: অন্ধকারে আফগানিস্তান, 'শরীর প্রদর্শন' চলবে না, ক্রিকেট সহ মহিলাদের খেলা বন্ধ করল তালিবান

বেশ কয়েকটি সূত্র মারফত জানা যায়, সৌরভের বায়োপিকে মুখ চরিত্রে অভিনয় করতে পারেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। যদিও মহারাজ এ বিষয়ে খোলসা করে কিছু জানাননি। রণবীর কাপুরের মুখ থেকেও শোনা যায়নি তেমন কিছু।