Sonu Sood: পৌঁছে দিলেন রেমডিসিভির, 'বিপদে' হরভজন সিংকে সাহায্য সোনু সুদের
মুম্বই, ১৩ মে: দুর্যোগের সময় গোটা দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সোনু সুদ। সেই কারণে সোনু সুদকে গরিবের 'মসিহা' বলেই সম্বোধন করছেন গোটা দেশের মানুষ। তবে সোনু যে শুধু গরিবদের জন্যই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এমন নয়। সুরেশ রায়নার পর এবার হরভজন সিংয়ের দিকে সাহায্যের হাত বাড়ালেন সোনু (Sonu Sood)।
হরভজন সিংয়ের (Harbhajan Singh) করোনার (Corona) রেমডিসিভির ( Remdesivir) ইনজেকশন চাই বলে জানতে পারেন সোনু সুদ। সোনুর কাছে রেমডিসিভির ইনজেকশন চাই বলে সাহায্য চান কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। যা শুনে হরভজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউড (Bollywood) অভিনেতা।
আরও পড়ুন: WHO: করোনা ভাইরাসের ভারতীয় প্রজাতি আরও সংক্রমক হয়ে উঠতে পারে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
প্রসঙ্গত এর আগে সুরেশ রায়নাকেও সাহায্য করেন সোনু সুদ। সুরেশ রায়নার মাসির জন্য অক্সিজেন সিলিন্ডার চাই। মিরাটে পৌঁছে দিতে হবে সেই সিলিন্ডার। এমনই দাবি করেছিলেন ভারতীয় দলের ওই ক্রিকেটার। যা জানতে পেরে সুরেশ রায়নাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করেন সোনু সুদ।
সম্প্রতি ফ্রান্স থেকে অক্সিজেন প্ল্যান্ট ভারতে আনছেন সোনু সুদ। করোনা রোগীদের সাহায্য করতেই অক্সিজেন প্ল্যান্ট আনানোর ব্যবস্থা করেন সোনু। দিল্লি এবং মহারাষ্ট্রে বসানো হবে ওই অক্সিজেন প্ল্যান্ট। হাসপাতালগুলিকে সাহায্য করা হবে ওই অক্সিজেন প্ল্যান্ট থেকে। তবে যদি কেউ অক্সিজেন সিলিন্ডার ভর্তি করতে চান, তাঁদেরও সাহায্য করা হবে বলে জানান সোনু সুদ।