Sonu Sood: করোনায় আক্রান্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার, 'মসিহা' সোনু বাড়ালেন সাহায্যের হাত
সম্প্রতি শিব শঙ্কর নামে এক জাতীয়পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার করোনায় আক্রান্ত হন। কোভিডে আক্রান্ত হওয়ার পরপরই তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হ.য়। শিব শঙ্করের চিকিৎসায় তাঁর পরিবার তাঁদের শেষ জমানো অর্থও প্রায় শেষ করে ফেলে।
মুম্বই, ২৬ নভেম্বর: ফের মসিহা হয়ে এগিয়ে এলেন সোনু সুদ (Sonu Sood)। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক কোরিওগ্রাফারের চিকিৎসার জন্য এগিয়ে এলেন বলিউডের এই অভিনেতা। যে খবর প্রকাশ্যে আসতেই ফের সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা (Netizen)। সোনু সুদ যে সত্যিকারের 'মাসিহা', তা তিনি ফের প্রমাণ করলেন বলে অনেকে মন্তব্য করেন।
সম্প্রতি শিব শঙ্কর নামে এক জাতীয়পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার করোনায় (Corona) আক্রান্ত হন। কোভিডে আক্রান্ত হওয়ার পরপরই তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হ.য়। শিব শঙ্করের চিকিৎসায় তাঁর পরিবার তাঁদের শেষ জমানো অর্থও প্রায় শেষ করে ফেলে। ফলে সাহায্যের জন্য তাঁর পরিবারের তরফে আর্জি জানানো হয়।
আরও পড়ুন: Gautam Gambhir: রাজনীতি, কাশ্মীর ইস্যু থেকে সরে যান, গম্ভীরকে হুমকি ইমেল আসে পাকিস্তান থেকে: সূত্র
শিব শঙ্করের পরিবারের আর্জি সামনে আসতেই এগিয়ে আসেন সোনু সুদ। আশঙ্কাজনক শিব শঙ্করের চিকিৎসা যাতে সঠিকবাবে হয়, সে বিষয়ে নিজেই দায়িত্ব গ্রহণ করেন সোনু। শিব শঙ্করের ছেলে অজয় কৃষ্ণ বলেন, তাঁর বাবার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেক যেন তাঁর বাবার সুস্থ হওয়ার প্রার্থনা করেন, সেই আবেদন জানান অজয় কৃষ্ণ।