বাবা মারধর করলেও কখনও অশ্লীল কিছু করেনি, অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক মিডিয়া রিপোর্ট উড়িয়ে জানালেন

মায়ের পর এবার মেয়ে। স্ত্রী-র পর এবার কন্যা। অভিনব কোহলি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর সৎ মেয়ে পলক। যে পলক হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির প্রথম পক্ষে স্বামীর মেয়ে। শ্বেতা তিওয়ারি ক দিন আগেই স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে পুলিশের কাছে FIR করেছিলেন।

শ্বেতা তিওয়ারি, অভিনব কোহলি। (Photo Credits: Instagram)

মুম্বই, ১৩ অগাস্ট: মায়ের পর এবার মেয়ে। স্ত্রী-র পর এবার কন্যা। অভিনব কোহলি-র বিরুদ্ধে অভিযোগ করলেন তাঁর সৎ মেয়ে পলক। যে পলক (Palak) হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)-র প্রথম পক্ষে স্বামীর মেয়ে। শ্বেতা তিওয়ারি ক দিন আগেই স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করে পুলিশের কাছে FIR করেছিলেন।

এবার শ্বেতার মেয়ে পলকের অভিযোগ, সৎ বাবা অভিনব তাঁকে মারধর করতেন। তিনি একাধিকবার গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন বলে পলক জানান। তবে কিছু মিডিয়ার খবর উড়িয়ে পলক সাফ জানান, তাঁর সৎ বাবা অভিনব তাঁর সঙ্গে কোনও অশ্লীলতা করেননি।    আরও পড়ুন-লুকিয়ে ঘরে ঢুকে মধ্যরাতে পুরুষাঙ্গ কেটে প্রতিবেশীকে খুন, হোমরা পলতা কাণ্ডে হিংসার বহর দেখে মাথায় হাত

 

এক ইনস্টা পোস্টে শ্বেতা কন্যা লেখেন, '' অভিনব কোহালি আমাকে মারলেও, এর আগে আমার মাকে কখনই মারধর। যে দিন মা FIR করেন, সে দিনই মাকে মারধর করা হয়। এই প্রথম।" এর পরেই পলক তাঁর মা শ্বেতার পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে লিখেছেন, ‘আপনাদের কোনও ধারণা নেই, দু'টি বিয়েতেই আমার মাকে কী পরিমাণ অত্যাচার সহ্য করতে হয়েছে।'' পলকের শ্বেতার পাশে দাঁড়িয়ে বলেন,'' এবার সময় হয়েছে মায়ের পাশে দাঁড়ানোর। ওঁর মতো মনের জোর আমি আর কারও মধ্যে দেখিনি। নিজের চোখে মায়ের সংগ্রামের প্রতিটি মুহূর্ত দেখেছি আমি।''

প্রসঙ্গত,পলক হলেন শ্বেতা তিওয়ারির প্রথম পক্ষের স্বামী রাজ চৌধুরীর মেয়ে। ১৯৯৮-তে ভোজপুরী অভিনেতা রাজা চৌধুরীরকে বিয়ে করেছিলেন শ্বেতা। পরে রাজার বিরুদ্ধে আদালতে নির্যাতনের মামলা করেছিলেন তিনি। ২০১৩-য় অভিনেতা অভিনব কোহালির সঙ্গে বিয়ে হয় শ্বেতার। ২০১৬-য় তাঁদের সন্তান হয়, রেয়ানশ। এরপর রাজ চৌধুরীর মত অভিনব কোহলির বিরুদ্ধেও শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন শ্বেতা।