Shah Rukh Khan: কলকাতা থেকে ফিরেই অসুস্থ শাহরুখ খান, ডালভাত খেয়েই দিন কাটছে জানালেন টুইটে
টুইটে কিং খান জানিয়েছেন, 'অল্পবিস্তর অসুস্থ, তাই ডালভাত খেয়েই দিন কাটছে।' প্রিয় তারকার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও।
Shah Rukh Khan: SRK reveals he is suffering from Infection and change his food habitat, see the tweet
গতকাল (১৭ ডিসেম্বর) ভক্ত অনুরাগীদের জন্য টুইটারে ১৫ মিনিট সময় দিয়েছিলেন কিং খান। আর সেখানেই এক ভক্তের প্রশ্নের জবাবে নিজের অসুস্থতার কথা জানালেন শাহরুখ।পাঠানের প্রচার, ডাঙ্কির শ্যুটিং, তারই মধ্যে দিদির ডাকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে এসেছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ। কলকাতা থেকে মুম্বই ফিরে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।
সংক্রমণ কাটাতে ছিমছাম ডায়েট মেনেই চলছেন তিনি সে কথাও জানান সেই ভক্তকে। টুইটে কিং খান জানিয়েছেন, 'অল্পবিস্তর অসুস্থ, তাই ডালভাত খেয়েই দিন কাটছে।' প্রিয় তারকার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরাও।