Sara Ali Khan Hot Video: সিলভার লেহেঙ্গায় সারা আলি খান, পেটের লম্বা পোড়া দাগ নিয়ে ব়্যাম্পে নবাব-কন্যা...
সিলভার ঝলমলে লেহঙ্গা ও জমকালো সাজে ফ্যাশন ব়্যাম্পে হাঁটলেন সারা আলি খান। এই হট লুকের ছবিও তোলেন তিনি। এদিনের কিছু কিছু অংশ একসঙ্গে জুড়ে একটি ভিডিও শেয়ার করেছেন সারা আলি খান। এই ভিডিওটি দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এই ভিডিওতে সুন্দরী সারা আলি খানের অসাধারণ পোজের সঙ্গে চোখে পড়ে তার পেটের লম্বা পোড়া দাগও। তবে এই দাগ তার স্টাইল, আত্মবিশ্বাস ও সুন্দর রূপকে কোনও অংশে কমাতে পারে নি।
মুম্বইয়ে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৪-এর ব়্যাম্পে হাঁটলেন অভিনেত্রী সারা আলি খান। বরুণ চাক্কিলামের ডিজাইন করা সিলভার ঝলমলে লেহঙ্গায় অসাধারণ লাগছিল সুন্দরী অভিনেত্রী সারাকে। অভিনেত্রী করেছিলেন ডিউই বেস মেকআপ, সঙ্গে মাসকারা ও কাজল। কানে লম্বা পাথর বসানো দুল এবং চুল খোলা রেখেছিলেন সারা।