Rockey Actor Dies : প্রয়াত 'রকি' খ্যাত কার্ল হোয়েদারস, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর

রকি সিনেমায় সিলভেস্টার স্ট্যালোনের বীপরীতে অভিনয় করেছিলেন তিনি।

Photo ANI

৭৬ বছর বয়েসে প্রয়াত হলেন রকি (Rockey) সিনেমা খ্যাত কার্ল হোয়েদারস (Karl Weathers)। সিলভেস্টার স্ট্যালোনের বীপরীতে অভিনয় করেছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মারা গেছেন তিনি।

কার্লের পরিবরের তরফে জানানো হয়েছে, ' কার্ল হোয়েদারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বৃহষ্পতিবার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। কার্ল একজন অসাধারণ মানুষ ছিলেন যিনি সিনেমা, খেলা, টেলিভিশনে তার কর্মের মধ্যে দিয়ে অনন্য জীবন কাটিয়েছেন।তিনি একজন প্রিয় ভাই, বাবা, দাদু, সঙ্গী, এবং বন্ধু ছিলেন। '

১৯৪৮ সালে ১৪ জানুয়ারী নিউ অর্লিন্সে জন্মগ্রহন করেন তিনি। ৫০ বছরের সিনেমা জগতে মোট ৭৫ টি সিনেমা এবং টেলিভিশনে অভিনয় করেছেন তিনি।

রকি সিনেমার জন্য সবার কাছে পরিচিত তিনি। ১৯৭৬ সালে তৈরী করা হয় রকি সিনেমাটি। রকি ২ আসে ১৯৭৯ সালে। এরপর ১৯৮২ সালে আসে রকি ৩। কার্লের রকি সিরিজের শেষ ছবি রকি ৪। যা রিলিজ করেছিল ১৯৮৫ সালে। রকি ছাড়াও ১৯৮৭ সালে প্রিডেটর ছবিতেও দেখা গিয়েছে কার্ল হোয়েদারসকে।