Rhea Chakraborty : রবীন্দ্রনাথেই মনের আনন্দ, সুশান্ত যাওয়ার পর শান্তির খোঁজে রিয়া?

রবীন্দ্রনাথেই মনের আনন্দ খুঁজছেন রিয়া

মুম্বই, ১১ এপ্রিল : রবীন্দ্রনাথকে স্মরণ করেই রবিবারের সকাল শুরু করলেন রিয়া চক্রবর্তী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সঞ্চয়িতা হাতে নিয়ে ছবি শেয়ার করেন রিয়া। যেখানে সঞ্চয়িতার উক্তি স্মরণ করেন অভিনেত্রী।

দেখুন...

 

View this post on Instagram

 

২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। কাই পো চে অভিনেতা কেন নিজের জীবন শেষ করে দিলেন, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায় প্রায় গোটা দেশ জুড়ে। সুশান্তের মৃত্যু মামলায় নাম উঠে আসে রিয়ার। এরপরই মাদক মামলাতেও নাম জড়িয়ে পড়ে বাঙালি অভিনেত্রীর।

আরও পড়ুন :  Sunny Leone : বিবাহবার্ষিকীর উপহার, সানি লিওনের ভিডিয়ো ভাইরাল অন্তর্জালে

মাদক মাদক মামলায় নাম জড়ানোর পর রিয়ার (Rhea Chakraborty) পাশাপাশি অভিনেত্রীর ভাই সৌভিককে গ্রেপ্তার করা হয়। যদিও রিয়া এবং সৌভিক দুজনেই আপাতত জামিনে মুক্ত। জামিনে মুক্তি পাওয়ার পর মুম্বই ছেড়ে দেশের বাইরে বের হতে গেলে পুলিশের অনুমতি নিয়েই অভিনেত্রীকে বের হতে হয়।

অন্যদিকে সম্প্রতি চেহরের টিজার এবং ট্রেলার মুক্তি পেলেও অমিতাভ বচ্চন, ইমরান হাসমিদের সঙ্গে দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। যা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়ে যায়।  রিয়া ওই ছবিতে থাকলেও, কেন তাঁকে দেখা গেল না, তা নিয়ে পরিচালক রুমি জাফরিকেও বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়।

যদিও রুমি জাফরি জানান, রিয়া চক্রবর্তী বলিউডে ফের নতুন করে নিজের কেরিয়ার গড়ে নেবেন। রিয়া ফের আগের মতোই নিজেকে বি টাউনে প্রতিষ্ঠিত করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন রুমি।



@endif