Raju Srivastava: রাজু শ্রীবাস্তব কি এখনও ভেন্টিলেশনে? কেমন আছেন জনপ্রিয় কৌতুক শিল্পী

গত সপ্তাহে দিল্লির এমসে ভর্তি হন রাজু শ্রীবাস্তব। আচমকা বুকে ব্যাথা হওয়ায় রাজু শ্রীবাস্তবকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা জটিল হতে শুরু করায়, রাজুকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়।

Raju Srivastav (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৬ অগাস্ট: ক্রমশ ভাল হচ্ছেন রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। চিকিৎসায় সাড়া দিচ্ছেন জনপ্রিয় কৌতুক শিল্পী। মঙ্গলবার যেন আশার কথা শোনালেন রাজু শ্রীবাস্তবের ব্যক্তিগত সচিব গর্বিত নারাং। প্রত্যেকে যাতে রাজু শ্রীবাস্তবের জন্য প্রার্থনা করেন, সেই আবেদন জানান জনপ্রিয় কৌতুক শিল্পীর ব্যক্তিগত সচিব।

গত সপ্তাহে দিল্লির এমসে ভর্তি হন রাজু শ্রীবাস্তব। আচমকা বুকে ব্যাথা হওয়ায় রাজু শ্রীবাস্তবকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা জটিল হতে শুরু করায়, রাজুকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। এরপরই রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তবকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনেতার চিকিৎসায় সব ধরনের সাহায্য করা হবে বলে শিখা শ্রীবাস্তবকে আশ্বাস দেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:  Mukesh Ambani: মুকেশ আম্বানিকে হুমকি দিয়ে ২ ঘণ্টায় ৮টি ফোন বিষ্ণু 'আফজল' ভৌমিকের

রাজু শ্রীবাস্তবের পাশাপাশি তাঁর ভাই কাজু শ্রীবাস্তবকেও হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচারের জন্য তবে কাজু শ্রীবাস্তবের কী হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।