Raima Sen: টপলেস রাইমা, ভাইরাল মুনমুন-কন্যার ছবি

নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলের মাধ্যমে টপলেস ছবি প্রকাশ্যে আনেন রাইমা সেন। কলকাতার জনপ্রিয় ফটোগ্রাফারের হাত ধরেই ওই ফটোশ্যুট করেন রাইমা। যা দেখে কেউ তাঁকে 'এজলেস বিউটি' বলে সম্মোধন করেন। এক কথায়, রাইমার (Raima Sen) ছবি দেখে কুপোকাত হয়ে যায় আট থেকে আশির হৃদয়।

রাইমা সেন, ছবি ইনস্টাগ্রাম

কলকাতা, ২২ মে: ফের ভাইরাল (Viral)  হল রাইমা সেনের ছবি। এবার ভাইরাল হল রাইমার টপলেস ছবি। যা প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলের মাধ্যমে টপলেস ছবি প্রকাশ্যে আনেন রাইমা সেন। কলকাতার জনপ্রিয় ফটোগ্রাফারের হাত ধরেই ওই ফটোশ্যুট করেন রাইমা। যা দেখে কেউ তাঁকে 'এজলেস বিউটি' বলে সম্মোধন করেন। এক কথায়, রাইমার (Raima Sen) ছবি দেখে কুপোকাত হয়ে যায় আট থেকে আশির হৃদয়।

আরও পড়ুন:  Kangana Ranaut: কঙ্গনার নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শোরগোল বলিউডে

দেখুন...

 

 

View this post on Instagram

 

 

View this post on Instagram

 

একের পর এক সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ, রাইমা সেনের শক্তিশালী অভিনয়ের সঙ্গে তাঁর সৌন্দর্য মুগ্ধ করে রেখেছে দর্শকদের। ফলে কখনও 'হ্য়ালো'-র মতো সাহসী ওয়েব সিরিজ আবার কখনও 'দ্বিতীয় পুরুষ' বা 'চোখের বালি' কিংবা 'বাইশে শ্রাবণ' একের পর এক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় নিয়েছেন রাইমা সেন।