Rahul Roy tests COVID-19 positive : ব্রেন স্ট্রোকের পর করোনার থাবা, ফের অসুস্থ 'আশিকি' অভিনেতা রাহুল রায়

করোনায় আক্রান্ত রাহুল রায়

মুম্বই, ১৫ এপ্রিল : করোনায় আক্রান্ত অভিনেতা রাহুল রায় (Rahul Roy)। গোটা পরিবারের সঙ্গে করোনায় আক্রান্ত 'আশিকি' অভিনেতা। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে অসুস্থতার খবর জানান রাহুল রায়।

রাহুল জানান, প্রথমে তাঁর বোন প্রিয়াঙ্কা এবং তাঁর স্বামী রোমির করোনায় আক্রান্ত হন। তারপর ক্রমশ পরিবারের প্রত্যেকের শরীরে কোভিড (COVID 19) থাবা বসাতে শুরু করে। করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁরা আর বাড়ি থেকে বের হননি। ঘরের মধ্যেই রয়েছেন আইসোলেশনে।

আরও পড়ুন :  Kumbh Mela 2021 : কোভিড বিধি শিকেয়, কুম্ভে রাশ টানতে নারাজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

করোনায়(Corona) আক্রান্ত হলেও, তাঁদের শরীরে তেমন কোনও উপসর্গ নেই। বিএমসির আধিকারিকদের তরফে তাঁদের সমস্ত রকমের করোনা পরীক্ষা করানো হয়েছে। তাঁরা নিজেরাও সতর্ক রয়েছেন বলে জানান রাহুল রায়।

গত বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। বেশ কয়েকদিন হাসপাতালে (Hospital) থেকে চিকিৎসার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন রাহুল। গত বছর ব্রেন স্ট্রোক আক্রান্ত হওয়ার পর এবার ফের করোনার গ্রাসে পড়ায়, শারীরিক দিক থেকে ভেঙে পড়েন রাহুল। প্রসঙ্গত, গত বছর একটি ছবির শ্যুটিং করতে গিয়েই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়।