Credit: Instagram

পরিবারের সঙ্গে নয়ডায় হোলি উৎসব উদযাপন করলেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। ব্যাপক আড়ম্বরের সঙ্গে হোলি উদযাপন করেন তিনি। এই হোলির কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ২৬ মার্চ হোলির এই বিশেষ ছবি শেয়ার করেন তিনি। একটি ছবিতে তার সঙ্গে তার মেয়ে মালতীকেও দেখতে পাওয়া যায়। এটিই ভারতে মালতীর প্রথম হোলি।

সাদা কুর্তা আর পায়জামায় মালতীকে খুব মিষ্টি দেখতে লাগছিল। প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিককেও দেখতে পাওয়া যায় ভারতীয় লুকে। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে নয়ডার লোকেশন দেখতে পাওয়া যাচ্ছে। তার এই হোলি পার্টিতে তার পরিবারের সঙ্গে তার বন্ধু-বান্ধবদেরও দেখতে পাওয়া যায় এদিন। প্রিয়াঙ্কা চোপড়ার শেয়ার করা ছবি এবং ভিডিও থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায় যে নিক জোনাস তার শ্বশুর বাড়িতে হোলি উপলক্ষে খুব মজা করেছেন।

একটি ভিডিওতে মান্নারা চোপড়াকেও দেখতে পাওয়া যায়, ঢোলের তালে নাচতে দেখা যায় মান্নারাকে। তার দুপায়ে দুই রঙের জুতো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সবাই মিলে খুব আনন্দের সঙ্গে দিনটি কাটিয়েছেন তা এই ছবি ও ভিডিওতে স্পষ্ট। তবে এই বছর প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস এবং মালতি ছিলেন বলে অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে উঠেছিল।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Video: ধুলো ঝড়, বৃষ্টির মাঝে মানারার 'ব্যালকনি ডান্স', ভালবাসা মিললেও, কটাক্ষ ছাড়ল না প্রিয়াঙ্কার চোপড়ার বোনকে, দেখুন

Priyanka Chopra: পুণের বাংলো ভাড়া দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া? ৬ লক্ষ ডিপোজিটে প্রতি মাসে কত করে নেবেন অভিনেত্রী

Priyanka Chopra - Nick Jonas: লস এঞ্জেলসের বাড়ি ছাড়তে বাধ্য হলেন প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস?

Priyanka Chopra: জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ভারতে পৌঁছলেন প্রিয়াঙ্কা চোপড়া, দেখুন ভিডিও

Priyanka Chopra’s Mother Madhu Chopra Trolled: ট্রান্সপারেন্ট পোশাকে মধু চোপড়া, কড়া সমালোচনার মুখে প্রিয়াঙ্কার মা

Parineeti-Raghav Wedding: পরিণীতি-রাঘবের বিয়েতে গরহাজির প্রিয়াঙ্কা! নায়িকার ইনস্টা স্টোরি ঘিরে জল্পনা

Priyanka Chopra: গণেশ চতুর্থীতে মেয়ে মালতীর সঙ্গে প্রিয়াঙ্কার আদুরে মুহূর্ত যাপন, দেখুন ছবি

Joe Jonas - Sophie Turner Divorce: দ্বিতীয় সন্তান জন্মের পর জো-এর অসংবেদনশীলতাই কি সোফির সঙ্গে বিচ্ছেদের পথ সুগম করে? প্রিয়াঙ্কার পরিবার নিয়ে ফের প্রকাশ্যে নয়া রিপোর্ট