Sidhu Moose Wala (Photo: Twitter)

ইসলামাবাদ, ২ জুলাই: প্রয়াত গায়ক সিধু মুসে ওয়ালার (Sidhu Moose Wala) ছবি (Photo) ব্যবহার হচ্ছে পাকিস্তানের (Pakistan) নির্বাচনী প্রচারে (Election Campaign)। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের এক সদস্য নির্বাচনী প্রচারের জন্য মুসে ওয়ালার ছবি ব্যবহার করছেন। দ্য নিউ ইন্টারন্যাশনাল পত্রিকার খবরে বলা হয়েছে, ১৭ জুলাই পাকিস্তানের পঞ্জাব প্রদেশে উপনির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রচারে পিটিআই-র জইন কুরেশি (Zain Qureshi) পঞ্জাবি গায়কের ছবি ব্যবহার করছেন। ছবিতে প্রাক্তন ফেডারেল মন্ত্রী এবং পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশির সঙ্গে জইন কুরেশিকেও দেখা যাচ্ছে। পোস্টারটিতে সিধু মুসে ওয়ালার সঙ্গে স্থানীয় দলীয় নেতাদেরও ছবি রাখা হয়েছে। এছাড়াও মুসে ওয়ালার হিট নম্বর '২৯৫' উল্লেখ করা হয়েছে।

বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে জইন কুরেশি বলেছেন, “আমি পোস্টারে সিধু মুসে ওয়ালার ছবি ছাপানো প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই ছবির কারণে এই পোস্টারটি খুব ভাইরাল হয়েছে। আমাদের কোনও পোস্টার এর আগে এত ভাইরাল হয়নি। পোস্টারে ছবিটি কে ছাপিয়েছে এবং এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।" আরও পড়ুন: Driverless Cars Block Traffic: চলতে চলতে একই সময়ে থেমে গেল কয়েকটি চালকবিহীন গাড়ি, যানজটে অবরুদ্ধ সান ফ্রান্সিস্কো

শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসে ওয়ালাকে ২৯ মে গুলি করে হত্যা করা হয় তাঁর গ্রামেই। গায়কের মৃত্যুকে হাতিয়ার করে সেই থেকেই সোশাল মিডিয়ায় ভারত বিরোধী প্রচার চালাচ্ছে পাকিস্তান। নকল পাকিস্তানি অ্যাকাউন্টগুলি #RawKilledMoosewala-র মতো হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছে। তারা দাবি করছে, মুসে ওয়ালার হত্যার পিছনে রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)। জানা যাচ্ছে, মোট ২৬টি অ্যাকাউন্ট ভুয়ো প্রচার চালাচ্ছে। সবগুলোই পাকিস্তানি এবং তাদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সঙ্গে জড়িত।


আপনি এটাও পছন্দ করতে পারেন

AB de Villiers Speaking to Babar Azam: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমের সঙ্গে কোন আলোচনায় এবি ডি ভিলিয়ার্স?

Video: ইহুদি পড়ুয়াদের দেখে চিৎকার পাকিস্তানি গাড়ি চালকের, বললেন 'সব ইহুদিদের শেষ করে দেব'; দেখুন ভিডিয়ো

India-Pakistan: কার্গিল যুদ্ধের জন্য দায়ী পাকিস্তান! ২৫ বছর পরে স্বীকার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের

Terrorist Attack On Pak Army: পাকিস্তানের সেনা চেকপোস্টে বড় জঙ্গি হামলা, এখনও অবধি নিহত ৬জন ও আহত ৫ জন

Shaheen Rejects PAK Vice-Captaincy Offer: বিশ্বকাপে পাকিস্তানের সহ-অধিনায়কত্বের প্রস্তাব প্রত্যাখ্যান শাহিন আফ্রিদির

Pakistan: পরীক্ষাকেন্দ্রে প্রকাশ্যে প্রতারণার খবর সংবাদমাধ্যমে ফাঁস, ক্ষিপ্ত পড়ুয়াদের হাতে বেধড়ক মার খেলেন মহিলা সাংবাদিক

Video: 'পাকিস্তানে থাকলে আপনাকে অপহরণ করতাম', গাড়ি চালকের সঙ্গে মহিলার কথোপকথনের ভিডিয়োতে বিতর্ক

Loksabha Election 2024: 'পরমাণু বোমা রাখার মত অর্থ পাকিস্তানের কাছে নেই', মণিশঙ্কর আইয়ারের নাম না করে মন্তব্য মোদীর