Oscar 2024 Winner List: বক্স অফিসের পর অস্কারের মঞ্চে মাত ওপেনহাইমারের, জোর টক্কর পুওর থিংস এর (এক ঝলকে পুরো তালিকা)

এইবছর অস্কারের দৌড়ে অন্যতম উল্লেখযোগ্য প্রতিন্ধন্দ্বী ছিল 'ওপেনহাইমার'। পাশাপাশি ছিল, 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', 'বার্বি'-র মতো ছবিও। তবে সকলকে চমকে ৭টি বিভাগে সেরার পুরস্কার পেয়েছে নোলানের ওপেনহাইমার।

চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শেষ। ১৩ টি নমিনেশন পেয়ে অস্কারের মঞ্চে আগেই বাজিমাত করেছিল ওপেনহাইমার। এবার সেই মঞ্চেই ৭টি বিভাগে শ্রেষ্ঠত্বের শিরোপা মাথায় তুলল তারা। সেরা ছবির পাশাপাশি সেরা নির্দেশকের পুরস্কার এসেছে এই ছবি থেকে। আসুন জেনে নেওয়া যাক  কোন কোন শিল্পী ও চলচ্চিত্র ৯৬তম বর্ষের এই মর্যাদাপূর্ণ পুরষ্কার পেলেন এই বছর। দীর্ঘ প্রতীক্ষার পর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জিনি কিমেল।

৯৬তম একাডেমি পুরস্কারে বিজয়ীদের সম্পূর্ণ তালিকাঃ-

 



@endif