Navya Naveli Nanda : কাজ নিয়ে আক্রমণের মুখে নভ্যা, কী জবাব দিলেন অমিতাভের নাতনি
মুম্বই, ১৯ এপ্রিল : নতুন কাজ শুরু করেছেন নভ্যা নভেলি নন্দা। গড়চিরৌলিতে শুরু হয়েছে তাঁর প্রথম পিরিয়ড পজিটিভ হোমের কাজ। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করলে কটাক্ষের মুখে পড়তে হয় নভ্যাকে (Navya Naveli Nanda)।
নভ্যা নভেলি নন্দা যদি সত্যিই কোনও কাজ শুরু করে থাকেন, তাহলে উদ্বোধনের ছবি কোথায় বলে প্রশ্ন করেন এক নেট জনতা। জনৈক নেট নাগরিকের প্রশ্ন শুনে তাঁকে উত্তরও দেন নভ্যা বুদ্ধি করে। বর্তমানে সবাই মহামারীর (Pandemic) মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এই মহামারী সম্পর্কে জনৈক নেট নাগরিক নিশ্চয়ই সবকিছুই জানেন। তাহলে তিনি এই ধরনের প্রশ্ন করেন কীভাবে বলে প্রশ্ন তোলেন নভ্যা।
View this post on Instagram
আরও পড়ুন : Sonu Nigam On Kumbh Mela 2021 : 'মানুষের জীবনের চেয়ে বড় কিছু নয়', করোনায় কুম্ভ নিয়ে মত সোনুর
অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতনির উত্তর শুনে প্রত্যেকে তাঁর প্রশংসা করেন। এমনকী, কটাক্ষের মুখে নভ্যা সুস্পষ্ট জবাব দিয়েছেন বলেও মন্তব্য করেন অনেকে।
এর আগেও নভ্যাকে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়। এমনকী, তাঁ মা শ্বেতা বচ্চন নন্দা কী করেন বলেও অনেকে প্রশ্ন করেন। যার উত্তরে শ্বেতাকে লেখক, হোম মেকার, ফ্যাশনিস্তা বলে উল্লেখ করেন নভ্যা। মেয়ের মুখে মায়ের প্রশংসা শুনে অনেকেই পালটা নভ্যা প্রশংসা করেন।