MS Dhoni's first look as Atharva: এম এস ধোনি হলেন 'অথর্ব', 'ক্যাপ্টেন কুলকে' দেখে চমকে উঠবেন

নিজের ফেসবুক হ্যান্ডেলে অথর্ব-এর নিউ লুক তুলে ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, নিজেকে অথর্ব-এর রূপে প্রকাশ করতে পেরে তিনি খুশি বলেও জানান প্রাক্তন অধিনায়ক।

M S Dhoni (Photo Credit: Fcaebook)

মুম্বই, ৩ ফেব্রুয়ারি:  এবার বিনোদন জগতে প্রবেশ করলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ক্রিকেট দুনিয়ার বাইরে এবার নয়া লুকে সামনে এলেন এমএস ধোনি। অথর্ব (Atharva ) রূপে এবার প্রকাশ্যে এলেন ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। যেখানে এক পৌরাণিক চরিত্রের আঙ্গিকে তুলে ধরা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। অথর্ব-র ফার্স্ট লুকে মহেন্দ্র সিং ধোনিকে দেখে অনেকে চমকে উঠেছেন। বাইশ গজের বাইরে ধোনিকে যে এমন রূপে দেখা যাবে, তা কল্পনা করতে পারেননি 'ক্যাপ্টেন কুলের' অনেক অনুরাগী।

নিজের ফেসবুক (Facebook) হ্যান্ডেলে অথর্ব-এর নিউ লুক তুলে ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, নিজেকে অথর্ব-এর রূপে প্রকাশ করতে পেরে তিনি খুশি বলেও জানান প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধী নিজেকে 'ভারতের রাজা' বলে মনে করেন, কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

এম এস ধোনির স্ত্রী সাক্ষী রয়েছেন স্বামীর এই নয়া রূপের প্রধান কারিগর হিসেবে। জানা যাচ্ছে সাক্ষী এন্টারটেনমেন্টের তরফে মহেন্দ্র সিং ধোনির ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে।