Miss World 2024: ২৮ বছর পর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করছে ভারত, জেনে নিন কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে...

Credit: Instagram

২০২৪ সালে শুরু হয়েছে ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এক মাসব্যাপী চলবে এই প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় অংশ নেবেন গোটা বিশ্বের নারীরা। 'ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২' জিতেছেন সিনি শেঠি।  তিনি ৩১ জন সুন্দরীকে হারিয়ে এই মিস ইন্ডিয়ার শিরোপা জিতেছেন। সিনি শিক্ষাগত দিক দিয়ে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক। সিনি শেঠিই মিস ওয়ার্ল্ড (Miss World 2024) প্রতিযোগিতায় উপস্থাপন করতে চলেছেন ভারতকে। গোটা ভারতের চোখ বর্তমানে তার দিকে রয়েছে এবং ভারতীয়রা চায় সে ভারতের হয়ে ৭১তম মিস ওয়ার্ল্ডও জিতুক।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হল বিশ্বের বৃহত্তম সৌন্দর্যের প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই বছর মোট ১২০টি দেশ থেকে প্রতিযোগীরা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এসেছেন। এক মাস ধরে এই প্রতিযোগিতার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে তাদের। এরপর গ্র্যান্ড ফিনালের দিন ঘোষণা করা হবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ীর নাম। ২০২৪ সালে মিস ওয়ার্ল্ডের  মুকুট কোন দেশ জিতবে তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন।

২০ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয় ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। এদিন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া সমস্ত প্রতিযোগীকে একসঙ্গে দেখতে পাওয়া যায়। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এই অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। এবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ৭১তম মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে। ৯ মার্চ গোটা বিশ্ব জানতে পারবে ২০২৪ সালের মিস ওয়ার্ল্ডের নাম। এদিন সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত দেখতে পাওয়া যাবে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালের লাইভ সম্প্রচার।