Sandhya Mukhopadhyay: অন্তিম যাত্রায় সন্ধ্যা মুখোপাধ্যায়, কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য

বেশ কিছুদিন রোগভোগের পর ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। গত ২৭ জানুয়ারি গীতশ্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা থেকে সেরে ওঠার পর আরও বেশকিছু শারীরিক জটিলতার জেরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন শিল্পী। তবে হঠাৎ করেই ছন্দপতন।

Sandhya Mukhopadhyay Death (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:  গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর কিংবদন্তী শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্র সদনে শায়িত রাখা হয়। উত্তরবঙ্গ থেকে ফিরে সেখানেই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। গীতশ্রীকে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁকে বিদায় জানানোর পালা। মুখ্যমন্ত্রী নিজে হাজির সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষ যাত্রায়। দেখুন সেই ভিডিয়ো...

বেশ কিছুদিন রোগভোগের পর ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। গত ২৭ জানুয়ারি গীতশ্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, করোনায় আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা থেকে সেরে ওঠার পর আরও বেশকিছু শারীরিক জটিলতার জেরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন শিল্পী।

আরও পড়ুন:  Bappi Lahiri: বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানাতে কিংবদন্তী সুরকারের বাড়িতে বলিউডের তাবড় তারকারা

তবে ১৫ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁকে ফের আইসিইতে স্থানান্তরিত করা হয়। আইসিইউতে স্থানান্তরিত করলেও, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সুরলোকে চলে যান সন্ধ্যা মুখোপাধ্যায়।