মহারাষ্ট্রের বন্যাত্রানে ৫১ লক্ষ টাকা দান অমিতাভ বচ্চনের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের

অসমের পর এবার মহারাষ্ট্রের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মহারাষ্ট্রের বন্যাত্রানে ৫১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেন বিগ বি। এই কথা টুইটারে জানিয়ে তাঁকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। অসমের বন্যা ত্রানেও ৫১ লক্ষ টাকা দান করেছিলেন অমিতাভ।

অমিতাভ বচ্চন। (Photo Credits: IANS)

মুম্বই, ১৯ অগাস্ট: অসমের পর এবার মহারাষ্ট্রের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মহারাষ্ট্রের বন্যাত্রানে ৫১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেন বিগ বি। এই কথা টুইটারে জানিয়ে তাঁকে ধন্যবাদ জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। অসমের বন্যা ত্রানেও ৫১ লক্ষ টাকা দান করেছিলেন অমিতাভ। ক দিন আগে টুইটারে মহারাষ্ট্রের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন বিগ বি। এবার করলেন অর্থ সাহায্য়।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, অমিতাভ বচ্চনের এই পাশে থাকার বার্তা বন্য়াকবলিত অঞ্চলের ত্রান ও উদ্ধারকাজে মানসিক জোর বাড়াবে। প্রবল বৃষ্টিতে মহারাষ্ট্রের বেশ কিছু জেলা এখন বন্যার কবলে। কোলাপুর, সঙ্গলি এবং সাতারা জেলায় বন্য়া পরিস্থিতি ভয়াবহ।  ক দিন আগে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের ছেলে রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ২৫ লক্ষ টাকা দান করেন। আরও পড়ুন-কমলা বিকিনিতে অনুষ্কা সুন্দরী, মূর্ছা গেলেন বিরাট কোহলি

গত জুলাইয়ে মহারাষ্ট্রে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। জুলাইয়ে মুম্বই অন্তত তিনবার বানভাসী হয়। মহারাষ্ট্রের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। মহারাষ্ট্রে ৪ লক্ষেরও বেশি বন্যার্তকে বিভিন্ন আশ্রয় শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্য়া ৪০ ছাড়িয়েছে।