KIFF 2019: আজ থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আজ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। এ বছর রজত জয়ন্তী বর্ষে পা দিল চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খানের (Shahrukh Khan) মত চলচ্চিত্র তারকারা। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) উৎসবের সূচনা হবে। অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই শহরে উপস্থিত হয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)। শুক্রবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।
কলকাতা, ৮ নভেম্বর: আজ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। এ বছর রজত জয়ন্তী বর্ষে পা দিল চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), শাহরুখ খানের (Shahrukh Khan) মত চলচ্চিত্র তারকারা। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) উৎসবের সূচনা হবে। অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যেই শহরে উপস্থিত হয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt)। শুক্রবার বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উদ্বোধন পর্বে উপস্থিত থাকার কথা অমিতাভ পত্নী জয়া বচ্চনের (Jaya Bachchan) পাশাপাশি বাংলার চলচ্চিত্র জগতের বহু তারকারও। যাঁদের মধ্যে রয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গাঙ্গুলি (Shubhashree Ganguly) এবং নায়িকা-সাংসদ মিমি চক্রবর্তীরও (Mimi Chakraborty)। এবারের উৎসব কমিটিতে রয়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চ্যাটার্জি (Parambrata Chatterjee)। রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে তারার মেলা ছবির উৎসবে। একদিকে আধুনিক, ঝকঝকে চত্বর অন্যদিকে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। হরিদাসের বুলবুল ভাজা ইনস্টলেশন থেকে সেলফি জোন (Selfie Zone)...কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫ বছরে এমনভাবেই সেজে উঠেছে কলকাতার নন্দন চত্বর। পরমব্রত চ্যাটার্জির কথায়, '২৫ বছরে কলকাতা চলচ্চিত্র উৎসবে নতুন বিভাগ শুরু হয়েছে। প্রচুর নতুন-ভালো ছবি এসেছে। আশা করি দর্শকরা খুশি হবেন।' আরও পড়ুন KIFF: ৫১ লাখের পুরস্কারমূল্য! চলচ্চিত্র সম্মানে বিশ্বে দ্বিতীয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
এদিন বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) স্বয়ং। উপস্থিত থাকবেন রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরা। চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত রাখি গুলজারও। চলচ্চিত্র উৎসব উপলক্ষে এই প্রথমবার থ্রিডিতে দেখানো হবে গুপি গায়েন বাঘা বায়েন। সম্মাননীয় অতিথি হিসাবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ভোল্কার স্লোলেনডফ, অ্যান্ডি ম্যাকডয়েল ও ডুসান হানক। এর পাশাপাশি ‘থালি গার্ল’হিসেবে টলিউডের নামী অভিনেত্রীদের মধ্যে দেখা যাবে শ্রাবন্তী চ্যাটার্জি (Shrabanti Chatterjee)।