Karanvir Bohra: জনপ্রিয় টেলি অভিনেতা করণভীর ভোরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, শোরগোল

অভিনেতা করণবীর মাত্র ১ কোটি ফেরৎ দিয়েছেন। বাকি টাকার জন্য তাঁর কাছে দাবি জানানো হলে অভিনেতা এবং তাঁর স্ত্রী টিজে সিধু দুজনে ওই মহিলাকে হুমকি দেন বলে অভিযোগ।

Karanvir Bohra (Photo Credit: Instagram)

মুম্বই, ১৫ জুন:  টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণবীর ভোরার (Karanvir Bohra ) বিরুদ্ধে দায়ের করা হল আর্থিক প্রতারণার অভিযোগ। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় করণবীর ভোরার বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুয়ায়ী, জনপ্রিয় অভিনেতা করণবীর ভোরা সম্প্রতি এক বছর ৪০-এর মহিলার কাছ থেকে ১.৯৯ কোটি ধার করেন। ২.৫% হারে ওই মহিলাকে অর্থ ফেরৎ দেওয়ার কথা ছিল করণবীরের। কিন্তু তিনি তা করেননি বলে অভিযোগ।

 

অভিনেতা (TV Actor) করণবীর মাত্র ১ কোটি ফেরৎ দিয়েছেন। বাকি টাকার জন্য তাঁর কাছে দাবি জানানো হলে অভিনেতা এবং তাঁর স্ত্রী টিজে সিধু দুজনে ওই মহিলাকে হুমকি দেন বলে অভিযোগ।

আরও পড়ুন:  Uttar Pradesh: পুলিশের উপর পাথর ছুঁড়লে, রেয়াত করা হবে না ১৮-র কম বয়সীদের, কড়া যোগী সরকার

ওশিওয়াড়া থানায় করণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে, শিগগিরই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। যদিও অভিনেতা করণবীর ভোরা এবং তাঁর স্ত্রী টিজে সিধুর তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।