Sonu Sood: কাশ্মীরে গিয়ে জুতো বিক্রি করলেন সোনু সুদ, ভাইরাল ভিডিয়ো

সোনু সুদ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কাশ্মীরের ভিডিয়ো শেয়ার করেন। যেখানে সোনুকে এক জুতো বিক্রেতার ঠেলা গাড়ির সামনে দাড়িয়ে দামাদামি করতে দেখা যায়।

কাশ্মীরে সোনু

শ্রীনগর, ৭ অগাস্ট: জম্মু কাশ্মীরে হাজির হয়ে সোজা চলে গেলেন শ্রীনগরে (Srinagar) । সেখানে এক জুতো বিক্রেতার দোকানে হাজির হয়ে দামদস্তুর শুরু করলেন সোনু সুদ। ছোটদের চটি থেকে বড়দের জুতো, কততে বিক্রি করবেন, তা নিয়ে ক্যামেররা সামনেই দামাদামি শুরু করেন বলিউড (Bollywood) অভিনেতা। কি অবাক লাগছে শুনে?

তাহলে দেখুন...

 

 

View this post on Instagram

 

সোনু সুদ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কাশ্মীরের ভিডিয়ো শেয়ার করেন। যেখানে সোনুকে এক জুতো বিক্রেতার ঠেলা গাড়ির সামনে দাড়িয়ে দামাদামি করতে দেখা যায়। পাশাপাশি তাঁর নাম করে ওই দোকানে গেলে, মালিক কিছুটা কতো ছাড় দেবেনই। এমন মন্তব্যও করতে শোনা যায় সোনুকে।

আরও পড়ুন: Nargis Fakhri: 'ন্যুড শ্যুট', পরিচালকের সঙ্গে বিশেষ সম্পর্কে না করায় বলিউডে কাজ হারান নার্গিস

লকডাউনের শুরু থেকে সোনু সুদ (Sonu Sood) যেন গরীবের মসিহা হয়ে উঠেছেন। কখনও পরিযায়ী শ্রমিকদের (Migrant) বাড়িতে ফেরাচ্ছেন ভিন রাজ্য থেকে, আবার কখনও করোনা রোগীর জন্য সিলিন্ডারের ব্যবস্থা করছেন। কখনও মহারাষ্ট্র থেকে অন্ধ্রপ্রদেশে উড়িয়ে নিয়ে যাচ্ছেন কোনও রোগীকে চিকিৎসার জন্য। কখনও আবার বিশেষ বিমানের মাধ্যমে পড়ুয়াদের দেশে ফেরাচ্ছেন। সবকিছু মিলিয়ে সোনু সুদ যেন অসময়ে একেবারে সামনের সারিতে দাড়িয়ে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।



@endif