হৃতিক রোশনের দাদু তথা চলচ্চিত্র নির্মাতা ওমপ্রকাশ প্রয়াত
হৃতিক রোশন (Hrithik Roshan)-র দাদু তথা বিখ্যাত চলচ্চিত্র নিমার্তা-প্রযোজক জে ওমপ্রকাশ (J Om Prakash) প্রয়াত হলেন। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাসত্যাগ করলেন জে ওম প্রকাশ। দাদুর মৃত্য়ুতে হৃতিকের চোখে জল। প্রয়াত জে ওম প্রকাশের ছেলে রাকেশ রোশনকেও কাঁদতে দেখা গেল।
নয়া দিল্লি, ৭ অগাস্ট: J Om Prakash dead। হৃতিক রোশন (Hrithik Roshan)-র দাদু তথা বিখ্যাত চলচ্চিত্র নিমার্তা-প্রযোজক জে ওমপ্রকাশ (J Om Prakash) প্রয়াত হলেন। ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাসত্যাগ করলেন জে ওম প্রকাশ। দাদুর মৃত্য়ুতে হৃতিকের চোখে জল। প্রয়াত জে ওম প্রকাশের ছেলে রাকেশ রোশনকেও কাঁদতে দেখা গেল।
ওম প্রকাশ বলিউডে খুবই বিখ্যাত এক নাম। ভিন্ন ধারার ছবি থেকে বানিজ্য়িক ছবি। ওম প্রকাশ বরাবর বলিউডে অন্য স্বাদের ছবি উপহার দিয়েছেন। তাঁর প্রযোজিত বিখ্যাত সিনেমাগুলি হল- আস কা পাঞ্চি (Aas Ka Panchhi) (১৯৬১), আয়ে দিন বাহার কে (Aaye Din Bahar Ke) (১৯৬৬), আয়ে মিলন কি বেলা (Ayee Milan Ki Bela) (১৯৬৪), আঁখো আঁখো মে (১৯৭২), আয়ে শাওয়ান ঝুম কে (১৯৬৯) এবং আপ কি কসম (১৯৭৪)। আরও পড়ুন-৩৭০-এর গেরোয় ভূস্বর্গে বন্ধ আলিয়া-সিদ্ধার্থের ছবির শ্যুটিং, ক্ষতির মুখে বলিউড
হৃতিক রোশন বারবার বলেছেন, তাঁর দাদু জে ওমপ্রকাশের থেকেই তিনি অভিনয় ও সিনেমার অনেক কিছু জানতে পারেন। সুপার থার্টি-র প্রচারেও হৃতিক জানিয়েছিলেন, তাঁর জীবনে সুপারটিচার হলেন তাঁর দাদু-ই। কহো না পেয়ার হ্য়ায় মেগাহিট হওয়ার পর সবার আগে হৃতিক তাঁর দাদু ওমপ্রকাশকেই কৃতিত্ব দিয়েছিলেন। তাঁর মৃত্য়ুতে বলিউডে শোকের ছায়া।