Elvish Yadav: রেভ পার্টিতে সাপের বিষের নেশায় মত্ত, সমস্ত অভিযোগ ভুয়ো, অবশেষ মুখ খুললেন এলভিস যাদব
যে রেভ পার্টিতে এলভিস ছিলেন সেখান থেকে ২০ মিটার সাপের বিষ উদ্ধার হয়। নেশা করার জন্যেই সাপের বিষ রাখা ছিল বলে নিশ্চিত হয়েছে নয়ডা পুলিশ। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিগ বস বিজেতা। তাঁকে ঘিরে ভুয়ো সংবাদ রটাচ্ছে সংবাদমাধ্যমগুলো। নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন তিনি।
রেভ পার্টিতে (Rave Party) সাপের বিষ ও ৯টি বিষাক্ত সাপ রাখার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে বিগ বস বিজেতা তথা জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদবের (Bigg Boss OTT 2 Winner Elvish Yadav) বিরুদ্ধে। শুক্রবার সকাল থেকে তা নিয়ে শোরগোল সংবাদমাধ্যম জুড়ে। ইতিমধ্যেই নয়ডায় পুলিশের হেফাজতে রয়েছেন এলভিসের পাঁচ সঙ্গী। যে রেভ পার্টিতে এলভিস (Elvish Yadav Rave Party) ছিলেন সেখান থেকে ২০ মিটার সাপের বিষ (Snake Venom) উদ্ধার হয়। নেশা করার জন্যেই সাপের বিষ রাখা ছিল বলে নিশ্চিত হয়েছে নয়ডা পুলিশ। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিগ বস বিজেতা। তাঁকে ঘিরে ভুয়ো সংবাদ রটাচ্ছে সংবাদমাধ্যমগুলো। নিজেকে নির্দোষ বলেই দাবি করছেন তিনি।
রেভ পার্টিতে সাপের বিষ নেশার একটি এক বড় মাধ্যম। তেমনই এক রেভ পার্টি থেকে সাপের বিষ ও ৯টি বিষাক্ত সাপ উদ্ধার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। সেই পার্টিতে উপস্থিত ছিলেন এলভিস যাদবও (Elvish Yadav)। রেভ পার্টিতে সাপের বিষের নেশা করার অভিযোগে (Snake Venom Case) বিগ বস বিজেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর সমালোচনা। শেষমেশ এই ঘটনা ঘিরে মুখ খুলতে বাধ্য হলেন এলভিস।
শুক্রবার বেলায় নিজের এক্স (সাবেক টুইটার) থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন ইউটিউবার। সমস্ত ঘটনাকে ভুয়ো দাবি করে এলভিস বলেন, 'সকালে ঘুম থেকে উঠে দেখছি মিডিয়াজুড়ে আমায় নিয়ে যা খুশি লেখা হচ্ছে। আমি গ্রেফতার হয়েছি, আমার কাছে মাদক পাওয়া গিয়েছে, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। সবটাই ভুয়ো। এক শতাংশ সত্যতা নেই এই খবরে'।
শুনুন কী বললেন এলভিস...
এরপরেই নিজেকে নির্দোষ দাবি করে এলভিসকে বলতে শোনা গিয়েছে, 'এই অভিযোগের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। উত্তরপ্রদেশ পুলিশ, প্রশাসন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলের কাছে আমার অনুরোধ যদি এই অভিযোগের সঙ্গে এক শতাংশও আমার যোগ মেলে তাহলে আমি নিজের দোষ মাথা পেতে নেব'। উপযুক্ত তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত তাঁর নাম খারাপ করে মিডিয়াকে এই ধরনের লেখালেখি বন্ধ করতে অনুরোধ করেছেন তিনি।