Sunny Leone: করোনার হাত থেকে বাঁচতে টিকা নিন, আবেদন সানির
মুম্বই, ২৯ এপ্রিল: ভ্যাকসিন (Vaccine) নিয়ে সুরক্ষিত থাকুন। করোনার সঙ্গে লড়াই করতে গেলে টিকাকরণ করে নিজেকে সুরক্ষিত করুন এবং পরিবারকে নিরাপদে রাখুন। এবার এমনই আবেদন জানালেন সানি লিওন।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সানি লিওন (Sunny Leone) একটি স্টেটাস শেয়ার করেন। যেখানে করোনার (Corona) টিকা নেওয়ার জন্য সবাইকে আবেদন করেন সানি। পাশাপাশি ফ্রন্টলাইন ওয়ার্কাররা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে কাজ করছেন, তাতে করোনার হাত থেকে মুক্তি পেতে সবাইকে লড়াই জারি রাখার আবেদন করেন বলিউডের 'বেবি ডল'।
আরও পড়ুন: Siddharth: বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থের
দেখুন...
View this post on Instagram
প্রসঙ্গত, এর আগে কঙ্গনা রানাউতও (Kangana Ranaut) প্রত্যেককে ভ্যাকসিন নেওয়ার আবেদন জানান। ভ্যাকসিন নিয়ে কোনও গুজবে কান দেবেন না। টিকা নিয়ে সবাই সবাইকে সুরক্ষিত করুন বলে আবেদন জানান কঙ্গনা। 'বলিউড কুইনের' পর এবার ভারতের মানুষকে টিকাকরণ (Vaccination) করোনার আবেদন জানান সানি।