Akshay Kumar : করোনা আক্রান্ত অক্ষয় কুমার ভর্তি হাসপাতালে, প্রার্থনায় গোটা দেশ

অক্ষয় কুমার, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৫ এপ্রিল : করোনায় আক্রান্ত অক্ষয় কুমার ভর্তি হলেন হাসপাতালে। সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হাসপাতালে ভর্তি হন অক্ষয় (Akshay Kumar)। চিকিৎসকদের (Doctors) পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে বলে ভক্তদের আশ্বস্ত করেন বলিউড (Bollywood) খিলাড়ি। যদিও অক্ষয়ের অসুস্থতার খবরে চিন্তায় অনুগামীরা।

করোনায় (Corona) আক্রান্ত হওয়ার পর রবিবার সেই কথা নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন অক্ষয় কুমার। তিনি জানান, কোভিড থাবা বসিয়েছে তাঁর শরীরে। ফলে তিনি সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ঘরে রয়েছেন। অক্ষয়ের ওই ঘোষণার পর পরই জানা যায়, চিকিৎসকদের পরমার্শ অনুযায়ী হাসপাতালে (Hospital) ভর্তি হয়েছেন তিনি। তবে চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বস্ত করেন বলিউড 'খিলাড়ি'।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : 'আর কত খেলা হবে তৃণমূল?' পায়েলের মিছিলে হামলার অভিযোগ

প্রসঙ্গত অক্ষয় কুমারের আগামী ছবি রাম সেতুর সেটে আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়। ফলে ওই ছবির পরবর্তী পর্যায়ের শ্যুটিং ইতমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।