Celebs Who Died in 2022: ২২-এর নক্ষত্র পতন, বিনোদনের আকাশ থেকে খসে যাওয়া তারাদের ফিরে দেখা
মুম্বই ২৮ ডিসেম্বরঃ বিদায় লগ্নে ২০২২। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই নতুন দিন। নতুন সকাল। নতুন বছর। নতুন বছরের অপেক্ষায় বসে সকলেই। ২০২২ এ বহু কিছুর সাক্ষী থেকেছে মানুষ। চলতি বছরে বিশ্বকাপের মহারণ দেখেছে বিশ্ববাসী। ১৯৮৬র পর ২০২২-এই মেসির হাত ধরে আর্জেন্টিনার ঘরে এসেছে বিশ্বকাপ। মেসির স্বপ্নপূরণ তো আবার রোনাল্ড, নেইমারদের স্বপ্নভঙ্গ। বিশ্বকাপ হাতছাড়া। প্রিয়জনকে হারিয়েছে কত মানুষ। ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়েছে সকলেই। ২০২২ কেড়ে নিয়েছে বিনোদন জগতের বহু তারকাদের। কত নক্ষত্র পতনে অশ্রু বইয়েছে হাজার হাজার মানুষ। বিনোদনের আকাশ থেকে খসে যাওয়া সেই সব তারাদের বছরের শেষ লগ্নে আরও একবার স্মরণ করে নেওয়া যাক (Celebs Who Died in 2022)।
১) লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)
কিংবদন্তি লতা মঙ্গেশকর চলে গিয়েছেন বছরের একেবারে গড়ার দিকেই। কোকিল কণ্ঠীর প্রয়াণের খবরে যেন মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি। ৬ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ৯২ বছরের লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর প্রয়াণে কেবল সঙ্গীত জগৎ নয় শোকের ছায়া নেমে এসেছিল গোটা দেশে।
২) বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)
লতা মঙ্গেশকরের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার নক্ষত্র পতন। ঠিক ১০ দিন পরেই মৃত্যু হয় বাপ্পি লাহিড়ীর। ৬৯ বছর বয়সে চলে গেলেন ডিস্কো কিং।
৩) কেকে (KK)
আচমকাই হৃদরোগ। আর মাত্র ৫৩ বছরেই জীবন শেষ কেকের। মুম্বই থেকে কলকাতা এসেছিলেন প্রোগ্রামের জন্যে। কনসার্ট শেষে হোটেলে ফিরে হঠাৎই বুকে ব্যাথা। হাসপাতাল পৌঁছাতে পৌঁছাতে সব শেষ। ৩১ মে কৃষ্ণকুমার কুন্নত ওরফে কেকের মৃত্যু যেন কেউ মেনে নিতে পারেনি।
৪) রাজু শ্রীবাস্তব (Raju Srivastav)
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খ্যাতনামা কৌতুক শিল্পী তথা অভিনেতা রাজু শ্রীবাস্তব। দেড় মাস ধরে আইসিইউ-র বেডে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু শেষমেশ মৃত্যুর কাছে হার মানতে হল। ২১ সেপ্টেম্বর দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভক্তদের চিরবিদায় জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু শ্রীবাস্তব। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর।
৫) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)
মারণ রোগ ক্যানসারকে জয় করে ‘ফিনিক্স’ হয়ে ফিরেছিলেন ঐন্দ্রিলা। তাও একবার নয়। দুবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। দুবারই ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন তরুণ অভিনেত্রী। কিন্তু শেষমেশ ব্রেন স্ট্রোক প্রাণ কাড়ল ২৪ বছরের ঐন্দ্রিলার। ১ নভেম্বর আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। ভর্তি করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। ১৯ দিন ধরে ভেন্টিলেশনে লড়াই চালিয়ে গিয়েছেন ঐন্দ্রিলা। কিন্তু মৃত্যুর কাছে সেই হার মানতে হল। কাজে আসল না শত শত মানুষের প্রার্থনা। ২০ নভেম্বর তারাদের দেশে পাড়ি দেন বাংলা বিনোদন জগতের উঠতি তারকা ঐন্দ্রিলা শর্মা।
এছাড়াও ২০২২ কেড়ে নিয়েছেন বহু খ্যাতনামা শিল্পীদের। সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee), কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar), কার্টুনের জাদুকর নারায়ণ দেবনাথ (Narayan Debnath), বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee), পাঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালা (Sidhu Moose Wala), কথক সম্রাট পণ্ডিত বিরজু মহারাজ (Birju Maharaj) সহ আরও অনেকে। এ ক্ষতি কখনও পূরণ হওয়ার নয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)