Ayres Sasaki: লাইভ কনসার্ট চলাকালীন ব্রাজিলিয়ান গায়ক আয়রেস সাসাকির রহস্যজনক মৃত্যু, সন্দেহের তালিকায় 'ভেজা' ভক্ত
মঞ্চে উঠে এক ভক্ত শিল্পীকে জড়িয়ে ধরতে এসেছিলেন। আর তখনই একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন আয়রেস। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। ভক্তের শরীর পুরো ভিজে ছিল বলে জানা যাচ্ছে।
লাইভ কনসার্ট চলাকালীন মৃত্যু হল ব্রাজিলিয়ান গায়ক আয়রেস সাসাকির (Ayres Sasaki)। মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী। তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলোতে প্রকাশিত তথ্য অনুসারে, ব্রাজিলের স্যালিনোপলিসের সোলার হোটেলে লাইভ কনসার্ট চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আয়রেসের। মঞ্চে উঠে এক ভক্ত শিল্পীকে জড়িয়ে ধরতে এসেছিলেন। আর তখনই একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন আয়রেস (Ayres Sasaki)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। অন্যদিকে জানা যাচ্ছে, মঞ্চে উঠে যে ভক্ত আয়রেসকে জড়িয়ে ধরেছিলেন তাঁর শরীর পুরো ভিজে ছিল। যা পুলিশের মনে সন্দেহ সৃষ্টি করছে। কেন এবং কীভাবে ওই ভক্ত কনসার্ট চলাকালীন চুপচুপে হয়ে ভিজলেন এবং কেনই বা ওই অবস্থায় মঞ্চে আয়রেসকে জড়িয়ে ধরতে আসলেন। তারের বিদ্যুৎ সিক্ত শরীরে থাকা ভক্তের কিছু করল না অথচ শিল্পীর প্রাণ কাড়ল! ঘটনার তদন্ত করছে স্যালিনোপোলিসের পুলিশ।
সঙ্গীত চর্চা, পারফর্ম করার পাশাপাশি সাসাকি (Ayres Sasaki) একজন আর্কিটেক্ট বা স্থাপত্যশিল্পীও বটে। মাত্র ১১ মাস আগেই বিয়ে করেন তিনি। স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত স্ত্রী মারিয়ানা।
স্ত্রী মারিয়ানার সঙ্গে সাসাকি...
স্যালিনোপলিসের যে হোটেলে লাইভ কনসার্ট চলাকালীন আয়রেস সাসাকির মৃত্যু হয়েছে সেই সোলার হোটেল কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, এই কঠিন সময়ে প্রয়াত শিল্পীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্যে সবরকম সাহায্য করবে তারা। এছাড়া সঙ্গীর শিল্পীর মৃত্যু রহস্যের বিশদ তদন্তের ক্ষেত্রেও সবরকম সহায়তা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।