Elvish Yadav: সাপের বিষ দিয়ে নেশার অভিযোগ, ইউটিউবার এলভিস যাদবকে নোটিশ, জিজ্ঞাসাবাদ শিগগিরই

সলমন খানের শোয়ের পর এলভিস যাদব যখন চুটিয়ে মিউজিক ভিডিয়ো করছেন, সেই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন এক সমাজকর্মী। এরপরই একটি রেভ পার্টিতে হানা দেয় পুলিশ। ওই রেভ পার্টিতে সাপের বিষ দিয়ে নেশা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

Elvish Yadav (Photo Credit: Instagram)

মুম্বই, ৭ নভেম্বর:  রেভ পার্টিতে সাপের বিষ দিয়ে নেশা করার অভিযোগে এবার নোটিশ পাঠানো হল জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদবকে। শিগগিরই এলভিস যাদবকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। বিগ বস ওটিটি টু-এ তুমুল জনপ্রিয়তা পান এলভিস। সলমন খানের শোয়ের পর এলভিস যাদব যখন চুটিয়ে মিউজিক ভিডিয়ো করছেন, সেই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন এক সমাজকর্মী। এরপরই একটি রেভ পার্টিতে হানা দেয় পুলিশ। ওই রেভ পার্টিতে সাপের বিষ দিয়ে নেশা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।

নয়ডার ওই পার্টি থেকে পুলিশ রাহুল টিটুনাথ, জয়াকরণ, নারায়ণ এবং রবিনাথ নামে ৪ জনকে গ্রেফতার করে। এলভিসের নামও উঠে আসে। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেন জনপ্রিয় ইউটিউবার। তিনি উত্তরপ্রদেশ পুলিশকে তদন্তে সহযোগিতা করবেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের যদি কোনও প্রমাণ মেলে, তাহলে তার দায় তিনি প্রস্তুত বলে জানান এলভিস যাদব।

নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সম্প্রতি হাজির হন এলভিস যাদব। সেখানেই তিনি নিজেকে সাপের বিষ দিয়ে নেশা করার অভিযোগকাণ্ডে অভিযুক্ত নন বলে দাবি করেন।