Madhuri Dixit: অতিরিক্ত বোটক্স সার্জারির জের? পালটে গেল মাধুরী দিক্ষীতের চেহারা, দেখুন ভিডিয়ো

সম্প্রতি 'ঝলক দিখলা যা'-র শ্যুটিংয়ের আগে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন মাধুরী দিক্ষীত। শ্যুট শুরুর আগে মাধুরীর লুক নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় নেট জনতার মধ্যে। মাধুরী দিক্ষীত বয়স হলেও, নিজের সৌন্দর্য ধরে রাখতে বোটক্স সার্জারি করিয়েছেন বলে অভিযোগ করেন অনেকে।

Madhuri Dixit (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ সেপ্টেম্বর: কম বয়সী দেখাতে গিয়ে মাধুরী দিক্ষীত ( Madhuri Dixit) নিজের চেহারাই বদলে ফেললেন। বলিউডের (Bollywood) 'ধক ধক গার্লকে' দেখে এমনই অভিযোগ জানান নেটিজেনদের একাংশ।  মাধুরীর নয়া লুক নিয়ে জোর জল্পনা শুরু হলেও, অভিনেত্রী এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি 'ঝলক দিখলা যা'-র শ্যুটিংয়ের আগে পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন মাধুরী দিক্ষীত। শ্যুট শুরুর আগে মাধুরীর লুক নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় নেট জনতার মধ্যে। মাধুরী দিক্ষীত বয়স হলেও, নিজের সৌন্দর্য ধরে রাখতে বোটক্স সার্জারি করিয়েছেন বলে অভিযোগ করেন অনেকে।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের সঙ্গে আর যুদ্ধ নয়, পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে জ্বলছে রাশিয়া, দেখুন

 

View this post on Instagram

 

কেউ বলতে শুরু করেন, মাধুরী এত বোটক্স সার্জারি করিয়েছেন যেতাঁকে চেনা দায় হয়ে পড়েছে। এমনকী মাধুরীকে অনেক বেশি জাপানি মহিলা মনে হচ্ছে বলেও কটাক্ষ করেন অনেকে। মাধুরী দিক্ষীতের চোখ ছোট হয়ে গিয়েছে। ফলে তাঁকে ভারতীয়র তুলনায় অনেক বেশি জাপানি মনে হচ্ছে বলে কটাক্ষ করেন অনেকে।