Rishi Kapoor Dies: প্রয়াত ঋষি কাপুর, অমিতাভের টুইটে এল দুঃসংবাদ

একের পর এক দুঃসংবাদ। চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মু্ম্বইয়ের এসএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা। বৃহস্পতিবার ৯টা বেজে ২২ মিনিট নাগাদ টুইট করে ঋষি কাপুরের মৃত্যু সংবাদ দিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, “টি থ্রি ফাইভ ওয়ান সেভন তিনি চলে গেলেন। এই মাত্র প্রয়াত ঋষি কাপুর। ধ্বংস হয়ে গেলাম।”

প্রয়াত ঋষি কাপুর (Photo Credits: Getty Images)

একের পর এক দুঃসংবাদ। চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার রাতে শ্বাসকষ্ট নিয়ে মু্ম্বইয়ের এসএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ অভিনেতা। বৃহস্পতিবার ৯টা বেজে ২২ মিনিট নাগাদ টুইট করে ঋষি কাপুরের মৃত্যু সংবাদ দিলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি লিখেছেন, “টি থ্রি ফাইভ ওয়ান সেভন তিনি চলে গেলেন। এই মাত্র প্রয়াত ঋষি কাপুর। ধ্বংস হয়ে গেলাম।” আরও পড়ুন- Rishi Kapoor Hospitalised: ফের অসুস্থ ঋষি কাপুর, তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে

গত বছর সেপ্টেম্বরে আমেরিকা থেকে দেশে ফেরেন ঋষি কাপুর। ক্যানসারের চিকিৎসায় ২০১৮ থেকে মার্কিন মুলুকে ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে শারীরিক অসুস্থতার কারণে দুবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লিতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সেখানকার এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেসময় তিনি সংক্রমণে ভুগছিলেন। এরপর মুম্বইতে ফিরে ভাইরাল ফিভার নিয়ে ফের হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে গেলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তিনি সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। তবে গত ২ এপ্রিল থেকে টুইটার হ্যান্ডলে তাঁকে কোনওরকম পোস্ট করতে দেখা যায়নি। তাঁর আগামী বলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’ নিয়েও কথা বলেছেন অভিনেতা। ছবিতে ঋষিকাপুর ছাড়াও রয়েছেন অভিনেত্রী দীপিকা পাদুকোন।