Urfi Javed: 'অন্তর্বাস ছাড়াই ক্যামেরার সামনে', চরম কটাক্ষের মুখে ঊরফি জাভেদ

অভিনেত্রীর সাহসী পোশাক দেখে, কেউ কেউ তাঁকে 'বিনা অন্তর্বাসে' ক্যামেরার সামনে এসেছেন বলে কটাক্ষ করেন। কেউ আবার বলতে শুরু করেন, ঊরফির 'লজ্জা শরম' বলতে কিছু নেই।

Urfi Javed (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ সেপ্টেম্বর: ফের কটাক্ষের মুখে ঊরফি জাভেদ (Urfi Javed )। এবারও ফের ঊরফির পোশাক বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিগ বস ওটিটির প্রাক্তন প্রতিযোগী ঊরফি জাভেদ মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে গাঢ় নীল রঙের পোশাক পরতে দেখা যায়। প্রায় প্রত্যেকবারের মত এবারও মডেল, অভিনেত্রীকে সাহসী পোশাক দিয়ে শরীর ঢাকতে দেখা যায়। যা নিয়ে ফের ট্রোলের মুখে পড়েন ঊরফি।

অভিনেত্রীর সাহসী পোশাক দেখে, কেউ কেউ তাঁকে 'বিনা অন্তর্বাসে' ক্যামেরার সামনে এসেছেন বলে কটাক্ষ করেন। কেউ আবার বলতে শুরু করেন, ঊরফির 'লজ্জা শরম' বলতে কিছু নেই। আবার কেউ কেউ বলতে শুরু করেন, ঊরফি যে কী পোশোক পরেন, তা নিজেই জানেন না। সবকিছু মিলিয়ে সাহসী পোশাক পরে এবার নতুন করে সমালোচনার মুখে ঊরফি জাভেদ।

আরও পড়ুন:  BJP's Nabanna Abhijan: নবান্ন অভিযান ঘিরে তুলকালাম, দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়ি

 

View this post on Instagram

 

তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার সমালোচকদের নিশানায় পড়েছেন বিগ বসের এই প্রাক্তন প্রতিযোগী। সম্প্রতি 'ঝলক দিখ লা যা'-র একটি অনুষ্ঠানে হাজির হয়ে পাপারাৎজির উপর ক্ষেপে যান ঊরফি। পাপারাৎজির কেউ যাতে কখনও ঊরফির পোশাক নিয়ে কোনও মন্তব্য না করেন, সে বিষয়ে তিনি কার্যত প্রত্যেককে সতর্ক করে দেন।



@endif