UNICEF Honours Priyanka Chopra: বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের অধিকার নিয়ে কাজ করে Humanitarian Award পেলেন UNICEF-এর গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া

UNICEF-এর বার্ষিক স্নোফ্লেক বলে বিশেষ সম্মানে ভূষিত বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য Humanitarian Award পেলেন তিনি। প্রিয়াঙ্কা UNICEF-এর গুডউইল অ্যাম্বাসেডর পদে রয়েছেন। পঞ্চদশ বার্ষিক ইউনিসেফ স্নোফ্লেক বল-এ প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন মা মধু চোপড়াও (Madhu Chopra)। সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত দেশী গার্ল (Desi Girl)। তাই নিজেই নিজের সোশ্যাল মিডিয়া সাইটে এই সম্মান পাওয়ার কথা শেয়ার করেছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া (Photo Credits: Getty Images)

নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: UNICEF-এর বার্ষিক স্নোফ্লেক বলে বিশেষ সম্মানে ভূষিত বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য Humanitarian Award পেলেন তিনি। প্রিয়াঙ্কা UNICEF-এর গুডউইল অ্যাম্বাসেডর পদে রয়েছেন। পঞ্চদশ বার্ষিক ইউনিসেফ স্নোফ্লেক বল-এ প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন মা মধু চোপড়াও (Madhu Chopra)। সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই অভিভূত দেশী গার্ল (Desi Girl)। তাই নিজেই নিজের সোশ্যাল মিডিয়া সাইটে এই সম্মান পাওয়ার কথা শেয়ার করেছেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, ‘ইউনিসেফের হয়ে যএসব মানুষ রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন তাঁদের দেখে আমি বিস্মিত হই। এই সফরে আমাকে সামিল করার জন্য অসংখ্য ধন্যবাদ। UNICEF-এর গুডউইল অ্যাম্বাসেডর হয়ে কাজের সুযোগ আমার কাছে অন্যতম বড় প্রাপ্তি।’ শিশু অধিকার (Child Rights) নিয়ে কাজ করার জন্য ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (United Nations Children's Fund) বা ইউনিসেফের শুভেচ্ছাদূত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিশেষ সম্মান প্রদান করা হয় চলতি সপ্তাহের মঙ্গলবার। পঞ্চদশ বার্ষিক ইউনিসেফ স্নোফ্লেক বলে (UNICEF Snowflake Ball) অভিনেত্রী প্রিয়াঙ্কাকে তার কাজের জন্য ড্যানি কেই হিউম্যানিটারিয়ান (Danny Kaye Humanitarian Award) সম্মান প্রদান করা হয়। প্রিয়াঙ্কার হাতে পুরস্কারটি তুলে দেন ইউনিসেফ স্নোফ্লেক বলের ফ্যাশন ডিজাইনার ডায়ান ফন ফার্স্টেনবার্গ। আরও পড়ুন: Akshay Kumar: নতুন পরিচালকদের সঙ্গেই কেন কাজ করেন তিনি ? কী বললেন অক্ষয় কুমার

 

View this post on Instagram

 

Philanthropy today has gone beyond just funding projects. Be disruptive, show compassion and care, be catalytic in our actions and solutions. Giving back is no longer a choice, it has to be a way of life. @unicef @unicefusa @unicefindia

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

 

প্রিয়াঙ্কা চোপড়াকে শেষ দেখা গিয়েছিল সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে। এখন রাজকুমার রাওয়ের সঙ্গে নেটফ্লিক্স চলচ্চিত্র ‘দ্য হোয়াইট টাইগার'-এর শুটিংয়ে ব্যস্ত তিনি। প্রিয়াঙ্কা সম্প্রতি তার খুড়তুতো বোন পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সঙ্গে ডিজনির ফ্রোজেন ২-এর হিন্দি রিমেকের ডাবিংও করেছেন।