Tunisha Sharma Death: তুনিশার সঙ্গে আর কোন গোপণ বান্ধবী ছিল শেহজানের? হোয়াটস অ্যাপ তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ

ওয়ালিভ পুলিশ সূত্রে খবর, শেহজান খানের মোবাইল ফোন থেকে হোয়াটস অ্যাপের তথ্য একত্রিত করা হয়েছে। চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত শেহজান এবং তুনিশার মধ্যে যে যে কথপোকথন হয়েছে, তার প্রায় সবটা তাঁদের হাতে এসেছে।

Tunisha Sharma, Sheezan Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ডিসেম্বর: মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন  হয় অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) । তুনিশার শেষকৃত্যের হাজির হন প্রয়াত অভিনেত্রী প্রাক্তন প্রেমিক শেহজান খানের (Sheezan Khan) মা এবং দিদি। যে ছবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের একদফা শোরগোল শুরু হয়ে যায়। এসবের মাঝে এবার ফের প্রকাশ্যে এল তুনিশা শর্মার মৃত্যু নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। ওয়ালিভ পুলিশ সূত্রে খবর, শেহজান খানের মোবাইল ফোন থেকে হোয়াটস অ্যাপের তথ্য একত্রিত করা হয়েছে। চলতি বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত শেহজান এবং তুনিশার মধ্যে যে যে কথপোকথন হয়েছে, তার প্রায় সবটা তাঁদের হাতে এসেছে। হোয়াটস অ্যাপের তথ্য থেকেই তাঁরা জানতে পারেন, কেন দাস্তান-ই-কাবুলের দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। এসবের পাশাপাশি শেহজান খান বেশ কিছু মেল ডিলিট করে ফেলেছেন। ওই ইমেলগুলি শেহজান তাঁর কোন গোপণ বান্ধবীকে করেন, সে বিষয়ে অভিনতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে খবর।

আরও পড়ুন: Tunisha Sharma Death: একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক শেহজানের? জেরার সময় কেঁদে ফেললেন তুনিশার প্রাক্তন

জানা যাচ্ছে, আত্মহত্যার ১৫ দিন আগে শেহজান খানের সঙ্গ বিচ্ছেদ হয়ে যায় তুনিশা শর্মার।  শেহজানের সঙ্গে বিচ্ছেদের পরপরই হতাশায় ডুবে যান তুনিশা।  এমনই মনে করছে পুলিশ। প্রসঙ্গত আত্মহত্যার কয়েক মাস আগে তুনিশা শর্মার অ্যানজাইটি অ্যাটাক হয়।  ওই সময়ও অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয় বলে পুলিশ জানতে পেরেছে।

এদিকে শেহজান খানের দাবি, তুনিশা আগেও একবার আত্মহত্যা করতে যান।  যে বিষয়ে তিনি তুনিশার মাকে সবকিছু জানান।  ওই সময় তিনিই তুনিশার প্রাণ রক্ষা করেন বলেও দাবি করেন শেহজান খান।



@endif