Tunisha Sharma Death: এক মাস চুল কাটতে হবে না তুনিশার প্রাক্তন প্রেমিক শেহজানকে, নির্দেশ আদালতের
দাস্তান-ই-কাবুলে অভিনয়ের জন্যই তাঁর চুল লম্বা করা। সেই কারণে তাঁকে লম্বা চুল রাখতে দেওয়া হোক বলে দাবি করেন প্রয়াত অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক। এরপরই ভাসাই কোর্টের তরফে জানানো হয়, আগামী এক মাস শেহজান খান তাঁর নিজের লম্বা চুল রাখতে পারবেন।
মুম্বই, ৪ জানুয়ারি: দাস্তান-ই-কাবুল খ্যাত অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুর পর গ্রেফতার করা হয় অভিনেতা শেহজান খানকে (Sheezan Khan)। গ্রেফতারির পর শেহজান খান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এবার তুনিশা শর্মার মৃত্যুর পর তাঁর প্রাক্তন প্রেমিক শেহজান খানের প্রতি নয়া নির্দেশ দিল মুম্বইয়ের ভাসাই কোর্ট। গত ২৫ ডিসেম্বর সেহজান খানের গ্রেফতারির পর তাঁকে থানে কোর্টে (Thane Court) রাখা হয়। জেলে থাকার সময় শেহজানকে নিজের চুল কেটে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। যা শুনে ফের আদালতের দ্বারস্থ হন শেহজান। দাস্তান-ই-কাবুলে অভিনয়ের জন্যই তাঁর চুল লম্বা করা। সেই কারণে তাঁকে লম্বা চুল রাখতে দেওয়া হোক বলে দাবি করেন প্রয়াত অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক। এরপরই ভাসাই কোর্টের তরফে জানানো হয়, আগামী এক মাস শেহজান খান তাঁর নিজের লম্বা চুল রাখতে পারবেন।
আরও পড়ুন: Tunisha Sharma Death: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে প্রাক্তন শেহজানের সঙ্গে দুপুরের খাবার খেতে বসেন তুনিশা
তুনিশা শর্মার মৃত্যুর পর শেহজান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রয়াত অভিনেত্রীর মা বনিতা শর্মা। শেহজান খান তুনিশাকে বাধ্য করেছিলেন হিজাব পরতে। এমনও অভিযোগ করা হয়। পাশাপাশি তুনিশার সঙ্গে শেহজান প্রতারণা করেছেন বলেও বনিতা অভিযোগ করেন।
এরপরই গ্রেফতার করা হয় দাস্তান-ই-কাবুলের অভিনেতা শেহজান খানকে।