Tunisha Sharma Death: শেহজান খানের পরিবারের বিরুদ্ধে ফের বিস্ফোরক তুনিশার মা ভনিতা শর্মা
ভনিতা শর্মা দাবি করেন, মৃত্যুর আগে গত কয়েক মাস ধরে শেহজান খানের পরিবারের প্রতি কার্যত অন্ধ হয়ে যান তাঁর মেয়ে। শেহজানের পরিবার যা বলতেন, তাই করতেন তুনিশা। এমনকী শেহজান যখন মাদক নিতেন, তুনিশাকেও নেশা করতেন জোরজবরদস্তি করতেন।
মুম্বই, ৯ জানুয়ারি: এবার শেহজান খানের (Sheezan Khan) বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তুনিশা শর্মার (Tunisha Sharma) মা ভনিতা শর্মা (Vanita Sharma) । সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভনিতা শর্মা। ক্যামেরার সামনে হাজির হয়ে ভনিতা শর্মা দাবি করেন, মৃত্যুর আগে গত কয়েক মাস ধরে শেহজান খানের পরিবারের প্রতি কার্যত অন্ধ হয়ে যান তাঁর মেয়ে। শেহজানের পরিবার যা বলতেন, তাই করতেন তুনিশা। এমনকী শেহজান যখন মাদক নিতেন, তুনিশাকেও নেশা করতেন জোরজবরদস্তি করতেন। তুনিশা সে কথা তাঁর বন্ধুদের বলেছেন একাধিকবার। তুনিশা কোনও কথা না শুনলে , শেহজান তাঁকে চড়ও মারেন বলে অভিযোগ করেন প্রয়াত অভিনেত্রীর মা।
আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশা কয়েক কোটির সম্পত্তি রেখে গিয়েছেন, দাবি ভুয়ো বলে নস্যাৎ মায়ের
এসবের পাশাপাশি তুনিশা শর্মার মা আরও বলেন, মেয়ে যাতে শোয়ের উপর (দাস্তান-ই-কাবুল) মনোনিবেশ করেন, সেই পরামর্শ বার বার দিতেন তিনি। কিন্তু শেহজানের পরিবােরর কথায় তুনিশা এমন মত্ত হন যে তাঁর কথা গত কয়েক মাস ধরে অগ্রাহ্য করতে শুরু করেন বলে দাবি করেন ভনিতা শর্মা।
তবে তুনিশা তাঁর মায়ের অত্যন্ত কাছাকাছি ছিলেন এবং তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল বলেও দাবি করেন ভনিতা শর্মা।