Swara Bhasker: 'তোমার চেয়ে আমার পরিচারিকা অনেক সুন্দর', সমালোচকদের যোগ্য জবাবে চুপ করালেন স্বরা
বলিউড অভিনেত্রী বলেন, অবশ্যই আপনার পরিচারিকা সুন্দর। কিন্তু আপনার এই মানসিকতা দিয়ে পরিচারিকার মনোবল এবং কাজের মানসিকতা ভেঙে দেবেন না বলে সমালোচকদের পালটা কটাক্ষ করেন স্বরা ভাস্কর।
দিল্লি, ১৩ নভেম্বর: ফের কটাক্ষের মুখে স্বরা ভাস্কর (Swara Bhasker )। তবে মুখ বুজে কটাক্ষ সহ্য করার পাত্রী যে স্বরা ভাস্কর নন, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন স্বরা ভাস্কর। অভিনেত্রীর যে ছবি দেখে সমালোচকদের একাংশে যেন তাঁর বিরুদ্ধে তেড়েফুড়ে মাঝে নেমে যায়। এমনকী, 'আমার পরিচারিকা অনেক সুন্দর তোমায় চেয়ে।' এমন মন্তব্য করতে দেখা যায় অনেককে। যা দেখে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হন স্বরা ভাস্কর।
View this post on Instagram
বলিউড (Bollywood) অভিনেত্রী বলেন, অবশ্যই আপনার পরিচারিকা সুন্দর। কিন্তু আপনার এই মানসিকতা দিয়ে পরিচারিকার মনোবল এবং কাজের মানসিকতা ভেঙে দেবেন না বলে সমালোচকদের পালটা কটাক্ষ করেন স্বরা ভাস্কর।
আরও পড়ুন: Indian Railways: ফিরছে টিকিটের পুরনো ভাড়া, যাত্রীদের চাপে শেষে 'বিশেষ' ট্রেন বাতিল রেলের
তবে এই প্রথম নয় যখন স্বরা ভাস্কর কটাক্ষের মুখে পড়লেন, এর আগে একাধিকবার বিভিন্ন ধরনের কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে প্রত্যেকবারই সমালোচকদের চুপ করিয়ে নিজের 'ক্যারিশমা' বজায় রাখতে দেখা যায় 'ভীরে দি ওয়েডিং' অভিনেত্রীকে (Actor)।