Sushant Singh Rajput Death Case: রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা

প্রেমের ফাঁদ পেতে অর্থ আত্মসাত্‍ করা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পটনার রাজীবনগর থানায় এফআইআর দায়ের করলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। ঘটনার তদন্তে পটনা থেকে চারজন পুলিশের টিম মুম্বই রওনা দিয়েছে। ১৪ জুন মুম্বইয়ের বাড়িতে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে এখনও পর্যন্ত চল্লিশজনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। ১৮ জুন মুম্বই পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। যদিও সুশান্তের প্রয়ানের একমাস পর তিনি সিবিআই তদন্তের দাবি করেন।

সুশান্ত সিং রাজপুত, তাঁর বাবা ও রিয়া চক্রবর্তী (Photo Credits: Instagram)

প্রেমের ফাঁদ পেতে অর্থ আত্মসাত্‍ করা এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে পটনার রাজীবনগর থানায় এফআইআর দায়ের করলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বাবা (Sushant Singh Rajput Father) কে কে সিং (K K Singh)। ঘটনার তদন্তে পটনা থেকে চারজন পুলিশের টিম মুম্বই রওনা দিয়েছে। ১৪ জুন মুম্বইয়ে বান্দ্রার বাড়িতে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে এখনও পর্যন্ত চল্লিশজনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। ১৮ জুন মুম্বই পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। যদিও সুশান্তের প্রয়ানের একমাস পর তিনি সিবিআই তদন্তের দাবি করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যুইট করে সুশান্তের আত্মহত্যার তদন্তভার সিবিআইকে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন রিয়া। অভিনেত্রী এই পোস্টে প্রথমবার সুশান্তকে বয়ফ্রেন্ড হিসেবে উল্লেখ করেছিলেন। সোমবার সান্তাক্রুজ থানায় পরিচালক-প্রযোজক মহেশ ভাটের (Mahesh Bhatt) বয়ান রেকর্ড করা হয়। খবর অনুযায়ী, পরিচালক দাবি করেছেন, সুশান্তর সঙ্গে তাঁর দু’বার দেখা হয়েছিল। কিন্তু, তিনি কোনওদিনই সুশান্তের সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে কিছু বলেননি, বলেই দাবি করেন। সুশান্তের মৃত্যুর পর মহেশ ভাটের ওপর অভিযোগ ওঠে একাধিকবার ছবি নিয়ে আলোচনা হওয়ার পরও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। আরও পড়ুন, সুশান্তকে 'সড়ক ২'-তে অভিনয়ের জন্য যোগাযোগ করা হয়নি, বয়ান রেকর্ডে জানিয়েছেন মহেশ ভাট

মহেশ ভাট বলেন, 'আমি কোনওদিনই স্বজনপোষণকে সমর্থন করি না। আমি অনেক নবাগতকে তাঁদের জীবনের প্রথম সুযোগ দিয়েছি। আমার সুশান্তর সঙ্গে ব্যক্তিগতভাবে দু’বার দেখা হয়েছিল। একবার ২০১৮ সালে আমার বইয়ের বিষয়ে, আরেকবার ২০২০ সালে, সুশান্ত তখন অসুস্থ ছিল, আমি ওঁর বান্দ্রার বাড়িতে দেখা করতে যাই। তখন আমাদের মধ্যে কাজ নিয়ে কথা হয়নি।' সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে সান্তাক্রুজ পুলিশ থানায় রেকর্ড করা বয়ানে এমনটাই জানান পরিচালক মহেশ ভাট।