Sushant Singh Rajput Death: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় শোকের ছায়া বলিউড, ক্রীড়াজগৎ, টলিউডে; শোকস্তব্ধ ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখার্জি

মাত্র ৩৪ বছর বয়সে একজন প্রতিভাশালী অভিনেতার আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড, খেলার জগৎ থেকে টলিউডও। আকস্মিক আত্মহত্যার খবরে তাঁর সমস্ত ফ্যানেরা। সকলের একটিই প্রশ্ন- কী এমন ঘটেছিল যে ঝুলিতে সফলতা সত্ত্বেও মৃত্যুর পথ বেছে নিতে হল তাঁকে? তাঁর আত্মহত্যাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। শোকের ছায়া বলিউড, টলিউড ও খেলার মহলে। তাঁর আত্মার শান্তি কামনা করে টুইট করেন অমিতাভ বচ্চন, রুবিনা টেন্ডন, ফারহান আখতার, সঞ্জয় দত্ত, সাইনা নেহওয়াল, শচীন তেন্ডুলকর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

অভিনেতা সুশান্ত সিং রাজপুত

মুম্বই, ১৪ জুন: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) রবিবার আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বান্দ্রার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা (Suicide) করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। সোমবার মুম্বইতে আত্মহত্যা করেন তাঁর সেলিব্রিটি ম্যানেজার দিশা সালিয়ান। সুশান্ত সিং রাজপুত এবং বরুণ শর্মার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েন সেলেবরা। দিশা কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।

মাত্র ৩৪ বছর বয়সে একজন প্রতিভাশালী অভিনেতার আত্মহত্যার খবরে শোকস্তব্ধ বলিউড, খেলার জগৎ থেকে টলিউডও। আকস্মিক আত্মহত্যার খবরে মর্মাহত তাঁর সমস্ত ফ্যানেরা। সকলের একটিই প্রশ্ন- কী এমন ঘটেছিল যে ঝুলিতে সফলতা সত্ত্বেও মৃত্যুর পথ বেছে নিতে হল তাঁকে? তাঁর আত্মহত্যাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।তাঁর আত্মার শান্তি কামনা করে টুইট করেন অমিতাভ বচ্চন, রুবিনা টেন্ডন, ফারহান আখতার, সঞ্জয় দত্ত, সাইনা নেহওয়াল, সচিন  তেন্ডুলকর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। আরও পড়ুন, আত্মহত্যা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের, শোক প্রকাশ নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জির

তাঁর সহঅভিনেত্রী সারা আলি খানের টুইট-

অভিষেক বচ্চন-

গায়িকা নেহা কক্কর-

স্বরা ভাস্করের টুইট-

অনুষ্কা শর্মা-

সচিন তেন্ডুলকর-

বীরেন্দ্র সিং শেহবাগ-

Life is fragile and we don’t know what one is going through. Be kind. #SushantSinghRajput Om Shanti pic.twitter.com/zJZGV96mmb

— Virender Sehwag (@virendersehwag) June 14, 2020

সাইনা নেহওয়াল-

সোনু সুদ-

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-

পরিচালক সৃজিত মুখার্জি-

বিরাট কোহলি-

পাটনায় তাঁর পরিবার মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে পাটনার বাড়িতে প্রতিবেশীরা এসেছেন। তিনি গত ছ'মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর বাড়ির পরিচারিকা জানিয়েছেন- সকাল থেকে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায় নি। সকালে তিনি জুস্ও খেয়েছিলেন বলে জানা গেছে। মুম্বইয়ের হাতপাতালে তাঁর মৃতদেহের ময়না তদন্ত চলছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now