Sushant Singh Rajput Case: 'সিবিআইয়ের প্রয়োজন নেই, মুম্বই পুলিশই যথেষ্ট', সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে এমনই দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের

অমিত শাহের কাছে বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন সহ বহু বিশিষ্ট মানুষ লাগাতার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। চিঠির জবাবও আসে অমিত শাহের তরফে। কিন্তু সিবিআই তদন্ত অপ্রয়োজনীয় বলে উড়িয়ে দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি সাফ জানিয়ে দেন, "এই মামলার নিষ্পত্তির জন্য মুম্বই পুলিশ যথেষ্ট যোগ্য। সিবিআই তদন্তের প্রয়োজন দেখছি না।" তদন্ত সম্পূর্ণ হলে তারা সমস্ত তথ্য দেবেন বলে জানান।

অনিল দেশমুখ ও সুশান্ত সিং রাজপুত (Photo Credits: ANI, Facebook)

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আকস্মিক মৃত্যুর এক মাস পরেও শোকের ছায়া তরতাজা। গত ১৪ জুন নিজের বান্দ্রার বাড়িতে মারা যান তিনি। মুম্বই পুলিশ তাঁর মৃত্যুকে আত্মহত্যা (Suicide) বলেই জানায়। ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যা বলেই সিলমোহর দেওয়া হয়। কিন্তু সুশান্তের মৃত্যুর শেষ ছবি বিশ্লেষণ করে ও ভাইরাল হওয়া ভিডিও-তে মৃত্যুর পর হাতের আঙ্গুল নড়তে দেখে মুম্বই পুলিশের (Mumbai Police) ওপর আঙ্গুল তোলেন নেটিজেনরা। বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলিও (Roopa Ganguly) সুশান্তের মৃত্যুকে নিছকই আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ। তাই দেশজুড়ে ওঠে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আওয়াজ। দিনের পর দিন টুইটারে ট্রেন্ডিং হতে থাকে জাস্টিস ফর সুশান্ত হ্যাশট্যাগ। সিবিআই তদন্ত চেয়ে পিটিশন সই করে ৪০ লক্ষ মানুষ।

অমিত শাহের কাছে বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন সহ বহু বিশিষ্ট মানুষ লাগাতার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। চিঠির জবাবও আসে অমিত শাহের তরফে। কিন্তু সিবিআই তদন্ত অপ্রয়োজনীয় বলে উড়িয়ে দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ (Anil Deshmukh)। তিনি সাফ জানিয়ে দেন, "এই মামলার নিষ্পত্তির জন্য মুম্বই পুলিশ যথেষ্ট যোগ্য। সিবিআই তদন্তের প্রয়োজন দেখছি না।" তদন্ত সম্পূর্ণ হলে তারা সমস্ত তথ্য দেবেন বলে জানান। আরও পড়ুন, সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার ঘটনায় সিবিআই (CBI) তদন্তের আবেদন করেন রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে তিনি এই দাবি জানান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও রিয়া স্বীকার করেছেন। টুইটারে রিয়া লেখেন, “শ্রদ্ধেয় আমিত শাহ স্যার, আমিসুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। তাঁর আকস্মিক মৃত্যুর পর এক মাস পেরিয়ে গেছে। সরকারের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তবে ন্যায়বিচারের স্বার্থে সিবিআই তদন্ত শুরু করার জন্য আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি।"

একাধিকবার বিভিন্ন মহল থেকে সিবিআই তদন্তের দাবির পরও মহারাষ্ট্র সরকারের এই আচরণে ক্ষুব্ধ অনুরাগীরা।