Snake Venom Case: রেভ পার্টিতে সাপ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন বলিউডের গায়ক Fazilpuria, দাবি Elvish Yadav-এর

Fazilpuria, Elvish Yadav (Photo Credit: Instagram)

মুম্বই,  ৯ নভেম্বর: সাপের বিষ দিয়ে নেশার অভিযোগে যখন এলভিস যাদবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, সেই সময় ফের বিস্ফোরক দাবি করলেন জনপ্রিয় ইউটিউবার। এলভিসের দাবি, নয়ডার ওই রেভ পার্টিতে সাপ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন বলিউডের গায়ক ফাজিলপুরিয়া। বলিউডের এই গায়কই নয়ডার রেভ পার্টিতে সাপের ব্যবস্থা করেছিলেন বলে দাবি এলভিসের। সূত্রের তরফে সামনে আসছে এই তথ্য।

সম্প্রতি একটি ভিডিয়ো এলভিস যাদবের সঙ্গে দেখা যায় হরিয়ানার বিখ্যাত গায়ক ফাজিলপুরিয়াকে। যেখানে ফাজিলপুরিয়ার সামেন দুটি সাপ তুলে ধরতে দেখা যায় এলভিসকে। রেভ পার্টি থেকে সাপ উদ্ধারের বিষয় নিয়ে যখন এলভিস যাদবকে জোর কদমে জিজ্ঞাসাবাদ করছে নয়ডা পুলিশ, সেই সময় ইউটিউবারের মুখে শোনা যায় গায়ক ফাজিলপুরিয়ার নাম। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

প্রসঙ্গত নয়ডার ওই রেভ পার্টি থেক ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০-র বি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।