Neha Kakkar: প্রবীণ গীতিকার সন্তোষ আনন্দকে ৫ লাখ টাকা দিলেন নেহা কক্কর, কিন্তু কেন?
খুব অসহায় অবস্থায় দিন কাটছে বলিউডের প্রবীণ গীতিকার সন্তোষ আনন্দের। দেনার দায়ে জেরবার প্রবীণ গীতিকার চরম অর্থকষ্টে ভুগছেন। সম্প্রতি ইন্ডিয়ান আইডল-১২র সেটে এসেছিলেন তিনি সেখানেই নিজের জীবন সংগ্রামের কথা জানান। এদিকে ইন্ডিয়ান আইডলের জাজেস প্যানেলে রয়েছেন গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। সন্তোষ আনন্দের কথা শোনার পর তাঁকে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার মনস্থ করেছেন তিনি। ইন্ডিয়ান আইডলে সন্তোষ আনন্দের উপস্থিতির শো খুব শিগগির দেখা যাবে। কিংবদন্তী সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলালের মিউজিশিয়ানদের সঙ্গে ইন্ডিয়ান আইডল ১২-র সেটে অতিথি হয়ে আসেন গীতিকার সন্তোষ আনন্দ।
খুব অসহায় অবস্থায় দিন কাটছে বলিউডের প্রবীণ গীতিকার সন্তোষ আনন্দের। দেনার দায়ে জেরবার প্রবীণ গীতিকার চরম অর্থকষ্টে ভুগছেন। সম্প্রতি ইন্ডিয়ান আইডল-১২র সেটে এসেছিলেন তিনি সেখানেই নিজের জীবন সংগ্রামের কথা জানান। এদিকে ইন্ডিয়ান আইডলের জাজেস প্যানেলে রয়েছেন গায়িকা নেহা কক্কর (Neha Kakkar)। সন্তোষ আনন্দের কথা শোনার পর তাঁকে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার মনস্থ করেছেন তিনি। ইন্ডিয়ান আইডলে সন্তোষ আনন্দের উপস্থিতির শো খুব শিগগির দেখা যাবে। কিংবদন্তী সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলালের মিউজিশিয়ানদের সঙ্গে ইন্ডিয়ান আইডল ১২-র সেটে অতিথি হয়ে আসেন গীতিকার সন্তোষ আনন্দ। লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে প্রেমরোগ, রোটি কাপড়া অওর মকান, শোর ছবিতে কাজ করেছেন সন্তোষ আনন্দ। আরও পড়ুন-Mamata Banerjee On Jakir Hossain Attacked: ‘জাকিরের উপরে পরিকল্পিত হামলা, রিমোটে হয়েছে বিস্ফোরণ;’ মমতা বন্দ্যোপাধ্যায়
এই প্রসঙ্গে আবেগতাড়িত বার্তা দেন নেহা কক্কর। বলেন, “আমি আপনাকে সামান্য সাহায্য করতে চাই। একই সঙ্গে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আমরা অনুরোধ সন্তোষ আনন্দ জি-র কাজের ব্যবস্থা হোক। তিনি চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে চলেছেন। দুঃসময়ে সহকর্মীদের পাশে থাকে আমাদের কর্তব্য।” এরপরেই নেহা কক্করের সঙ্গে জাজেস প্যানেলে থাকা কম্পোজার বিশাল দাদলানি সন্তোষ আনন্দের লেখা গান তাঁকে দেওয়ার কথা বলেন। সেইসব গান যাতে রিলিজ করে তার ব্যবস্থা করবেন বিশাল দাদলানি। ইন্ডিয়ান আইডলের সংশ্লিষ্ট এপিসোডে নেহা কক্কর গাইলেন শোর সিনেমায় সন্তোষ আনন্দের লেখা কালজয়ী গান “এক প্যায়ার কা নাগমা হ্যায়”। ১৯৭২ সালে মনোজ কুমার অভিনীত ছবির এই গান হিন্দি ছায়াছবির মাইলস্টোন। লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে লতা ও মুকেশের গলায় এই গান রেকর্ড হয়েছিল।