Shilpa Shetty: মা-ই যেন ভরসা, রাজের গ্রেফতারির পর শিল্পার সঙ্গে ছোট্ট ভিয়ান

রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলার জেরে যখন শিল্পা শেট্টিকেও বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সেই সময় এবার শমিতা শেট্টিকে নিয়েও মন্তব্য করলেন বেশ কিছু মানুষ।

মায়ের সঙ্গে ছোট্ট ভিয়ান, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ৩ অগাস্ট:  রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এই প্রথম ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করল ভিয়ান রাজ কুন্দ্রা (Viaan Raj Kundra)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে মা শিল্পা শেট্টির সঙ্গে ছবি শেয়ার করে ছোট্ট ভিয়ান। ৯ বছরের ভিয়ানের সঙ্গে শিল্পার ছবি দেখে তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন শুভানুধ্যায়ীরা। শুধু তাই নয়, এই কঠিন সময়ে শিল্পা শেট্টি এবং ভিয়ান রাজ কুন্দ্রারা যেন মনের জোর পান, সেই আশাও প্রকাশ করেন অনেকে।

দেখুন কী পোস্ট করল ছোট্ট ভিয়ান...

 

 

View this post on Instagram

 

এদিকে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই শিল্পা শেট্টিদের নিয়ে বিভিন্ন খবর উঠে আসতে শুরু করেছে সংবাদমাধ্যমে। রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলার জেরে যখন শিল্পা শেট্টিকেও বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে, সেই সময় এবার শমিতা শেট্টিকে (Shamita Shetty) নিয়েও মন্তব্য করলেন বেশ কিছু মানুষ। যা নিয়ে কার্যত ক্ষেপে উঠলেন শমিতা।

আরও পড়ুন: Shah Rukh Khan: 'শার্টলেস' শাহরুখ, ডাব্বুর ক্যালেন্ডারে ঝড় তুললেন কিং খান

তিনি বলেন বলেন, রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং দিদি শিল্পা শেট্টি (Shilpa Shetty) তাঁর দেখভাল করেন না। তিনি নিজেই নিজের খেয়াল রাখতে পারেন। বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি কখনওই রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির ,উপর নির্ভর করেন না বলেও স্পষ্ট জানান শমিতা।