Shilpa Shetty's Husband Raj Kundra: পর্নোগ্রাফি মামলা, ২৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম পর্নোগ্রাফি মামলা নিয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ওই মামলার মূল অভিযুক্ত (কি কন্সপিরেটর) হিসেবেই এবার গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে।
মুম্বই, ২০ জুলাই: পুলিশ হেফাজতে পাঠানো হল শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে। আগামী ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত রাজ কুন্দ্রা।
রবিবার রাতে মুম্বই পুলিশের (Mumbai Police) ক্রাইম ব্রাঞ্চের তরফে গ্রেফতার করা হয় শিল্পপতি রাজ কুন্দ্রাকে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম পর্নোগ্রাফি মামলা নিয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ওই মামলার মূল অভিযুক্ত (কি কন্সপিরেটর) হিসেবেই এবার গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। পাশাপাশি রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে পুলিশের হাতে। যার জেরে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় অভিনেত্রীর স্বামীকে।
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর তাঁর বেশ কয়েকটি পুরনো ট্যুইট ভাইরাল হতে শুরু করে। যেখানে পর্নস্টাররাও এখনও অভিনেতা হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করতে দেখা যায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।