Shilpa Shetty Video: জুতো পরে কেন জাতীয় পতাকা তুললেন? ট্রোলারদের মোক্ষম জবাব শিল্পার, ভিডিয়ো দেখুন
শিল্পা যখনই নিজের সোশ্যাল হ্যান্ডেলে জাতীয় পতাকা তোলার ভিডিয়ো শেয়ার করেন, তা দেখে বেশ কয়েকজন অভিনেত্রীকে কটাক্ষ করেন। যে কটাক্ষের জবাব দিতে গিয়ে শিল্পা বলেন, তিনি জানানে কীভাবে জাতীয় পতাকা তুলতে হয়। তাই তিনি কী করেছেন, সেই জাবাব দেবেন না কাউকে।
মুম্বই, ১৬ অগাস্ট: জুতো পরে কেন জাতীয় পতাকা তুললেন? স্বাধীনতা দিবসে নিজের বাড়িতে জাতীয় পতাকা তুলে এভাবেই ট্রোলের মুখে পড়েন শিল্পা শেট্টি। শিল্পা যখনই নিজের সোশ্যাল হ্যান্ডেলে জাতীয় পতাকা তোলার ভিডিয়ো শেয়ার করেন, তা দেখে বেশ কয়েকজন অভিনেত্রীকে কটাক্ষ করেন। যে কটাক্ষের জবাব দিতে গিয়ে শিল্পা বলেন, তিনি জানানে কীভাবে জাতীয় পতাকা তুলতে হয়। তাই তিনি কী করেছেন, সেই জাবাব দেবেন না কাউকে। যাঁরা তাঁকে নিয়ে সমালোচনার করছেন, তাঁদের পালটা জবাব দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। এমনও মন্তব্য করেন শিল্পা।
?
View this post on Instagram
পাশাপাশি তিনি একজন গর্বিত ভারতীয়। তাই মন, প্রাণ দিয়ে তিনি জাতীয় পতাকার সম্মান করেন। যাঁরা এই ধরনের নেগেটিভিটি তাঁর সম্পর্কে ছড়াচ্ছেন,তাঁরা এবার চুপ করুন বলেও মন্তব্য করেন বলিউড অভিনেত্রী।